স্বদেশ বিচিত্রা প্রতিবেদক : সিলেটের মোগলাবাজার থানাধীন শ্রীরামপুর থেকে এক ব্যক্তি বুধবার (১৬ এপ্রিল) ‘জাতীয় জরুরি সেবা’ ৯৯৯ নম্বরে ফোন করে জানান, সেখানে তিনটি বন্যপ্রাণীর শাবক পাওয়া গেছে। যদিও শাবক তিনটি কীসের তা তিনি নিশ্চিত নন।
তিনি বলেন, শাবকগুলো দ্রুত উদ্ধারের ব্যবস্থা না নিলে চুরি হতে পারে অথবা বখাটেরা ঢিল ছুঁড়ে মেরে ফেলতে পারে। তিনি শাবকগুলো দ্রুত উদ্ধারের ব্যবস্থা নেয়ার জন্য অনুরোধ করেন।
কলটি রিসিভ করেছিলেন ৯৯৯ কলটেকার কনস্টেবল প্লাবন দেব। কনস্টেবল প্লাবন মোগলাবাজার থানা পুলিশকে বিষয়টিকে দেখতে বলেন এবং দ্রুত শাবক তিনটিকে উদ্ধারের ব্যবস্থা নেয়ার জন্য জানায়।
একইসাথে সিলেট বনবিভাগকেও বিষয়টি জানানো হয়। পরবর্তীতে কলার ও উদ্ধার সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ রাখছিলেন ৯৯৯ ডিসপাচার এসআই বিএম আমানত।
৯৯৯ থেকে সংবাদ পেয়ে মোগলাবাজার থানার একটি দল শাবক তিনটিকে উদ্ধার করে থানায় নিয়ে যায় এবং পরবর্তীতে সিলেট বনবিভাগের রেঞ্জ কর্মকর্তার কাছে হস্তান্তর করে।
রেঞ্জ কর্মকর্তা শাবক তিনটি কাঠবিড়ালির বলে নিশ্চিত করেন যেগুলোকে স্থানীয়ভাবে কাঠশিয়ালও বলে থাকেন কেউ কেউ।
স্বদেশ বিচিত্রা/এআর