০৬:৫৯ অপরাহ্ন, সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

৮২ রানের লিড নিয়ে থামলো জিম্বাবুয়ে

  • প্রকাশিত ০৫:৩৩:৫০ অপরাহ্ন, সোমবার, ২১ এপ্রিল ২০২৫
  • ৪ বার দেখা হয়েছে

স্বদেশ বিচিত্রা ক্রীড়া ডেস্ক : সিলেট টেস্টের প্রথম ইনিংসে মাত্র ১৯১ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। জবাবে বিনা উইকেটে ৬৭ রান সংগ্রহ করে প্রথম দিনের খেলা শেষ করেছিল জিম্বাবুয়ে। দ্বিতীয় দিনের প্রথম সেশনে ৪ উইকেট তুলে নিয়ে ঘুরে দাঁড়িয়েছিল টাইগাররা। তবে দ্বিতীয় সেশনে বাংলাদেশকে হতাশ করে লিড সফরকারীরা। শেষ পর্যন্ত প্রথম ইনিংসে ৮২ রানের লিড নিয়ে থেমেছে জিম্বাবুয়ে।

আগের দিনের ৬৭ রানে নিয়ে খেলতে নামা দুই ওপেনার ব্রায়ান বেনেট ও বেন কুরানকে সাজঘরে ফেরান নাহিদ। কুরান ৫৫ বলে ১৮ ও ব্রেনেট ৬৪ বলে ৫৭ রান করে আউট হন।

এরপর জিম্বাবুয়ে শিবিরে আঘাত হানেন আরেক পেসার হাসান মাহমুদ। ১২ বলে ২ রান করা নিক ওয়েলচকে সাজঘরে ফেরান তিনি। এরপর ক্রেইগ এরভাইন ও শন উইলিয়ামস মিলে চাপ সামাল দেওয়ার চেষ্টা করেন।

তবে দলীয় ১২৯ রানে ফের জিম্বাবুয়ের শিবিরে আঘাত হানেন নাহিদ। ৩৯ বলে ৮ রান করে সাজঘরে ফিরে যান জিম্বাবুয়ের অধিনায়ক। এরপর ক্রিজে আসা ওয়েসলি মাধেভেরেকে সঙ্গে নিয়ে রানের চাকা সচল রাখেন উইলিয়ামস।

৪৮ রানের জুটি গড়েন এই দুই ব্যাটার। সাবলীল ব্যাটিংয়ে ফিফটি তুলে নেন উইলিয়ামস। তবে দলীয় ১৭৭ রানে ৩৩ বলে ২৪ রান করে আউট হন মাধেভেরে।

এরপর নায়াশা মায়াভোকে সঙ্গে নিয়ে ব্যাট করতে থাকেন উইলিয়ামস। তবে দলীয় ১৯৩ রানে ১০৮ বলে ৫৯ রান করে আউট হন উইলিয়ামস।

এরপর দ্রুতই তিন উইকেট হারায় জিম্বাবুয়ে। মায়াভো ৩৫, ওয়েলিংটন মাসাকাদজা ৬ ও ব্লেসিং মুজারবানি ১৭ রান করে সাজঘরে ফিরে যান। শেষ ব্যাটার হিসেবে ভিক্টর নিয়াউচি আউট হলে ২৭৩ রানে অলআউট হয় জিম্বাবুয়ে। বাংলাদেশের পক্ষে মেহেদী হাসান মিরাজ ৫টি ও নাহিদ রানা নেন ৩টি উইকেট।
স্বদেশ বিচিত্রা/এআর

Tag :
জনপ্রিয়

দুই লাখ টাকা ঘুষ চাওয়ার অভিযোগ! বগুড়া শেরপুর থানার এসআই জাহাঙ্গীর ক্লোসড

৮২ রানের লিড নিয়ে থামলো জিম্বাবুয়ে

প্রকাশিত ০৫:৩৩:৫০ অপরাহ্ন, সোমবার, ২১ এপ্রিল ২০২৫

স্বদেশ বিচিত্রা ক্রীড়া ডেস্ক : সিলেট টেস্টের প্রথম ইনিংসে মাত্র ১৯১ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। জবাবে বিনা উইকেটে ৬৭ রান সংগ্রহ করে প্রথম দিনের খেলা শেষ করেছিল জিম্বাবুয়ে। দ্বিতীয় দিনের প্রথম সেশনে ৪ উইকেট তুলে নিয়ে ঘুরে দাঁড়িয়েছিল টাইগাররা। তবে দ্বিতীয় সেশনে বাংলাদেশকে হতাশ করে লিড সফরকারীরা। শেষ পর্যন্ত প্রথম ইনিংসে ৮২ রানের লিড নিয়ে থেমেছে জিম্বাবুয়ে।

আগের দিনের ৬৭ রানে নিয়ে খেলতে নামা দুই ওপেনার ব্রায়ান বেনেট ও বেন কুরানকে সাজঘরে ফেরান নাহিদ। কুরান ৫৫ বলে ১৮ ও ব্রেনেট ৬৪ বলে ৫৭ রান করে আউট হন।

এরপর জিম্বাবুয়ে শিবিরে আঘাত হানেন আরেক পেসার হাসান মাহমুদ। ১২ বলে ২ রান করা নিক ওয়েলচকে সাজঘরে ফেরান তিনি। এরপর ক্রেইগ এরভাইন ও শন উইলিয়ামস মিলে চাপ সামাল দেওয়ার চেষ্টা করেন।

তবে দলীয় ১২৯ রানে ফের জিম্বাবুয়ের শিবিরে আঘাত হানেন নাহিদ। ৩৯ বলে ৮ রান করে সাজঘরে ফিরে যান জিম্বাবুয়ের অধিনায়ক। এরপর ক্রিজে আসা ওয়েসলি মাধেভেরেকে সঙ্গে নিয়ে রানের চাকা সচল রাখেন উইলিয়ামস।

৪৮ রানের জুটি গড়েন এই দুই ব্যাটার। সাবলীল ব্যাটিংয়ে ফিফটি তুলে নেন উইলিয়ামস। তবে দলীয় ১৭৭ রানে ৩৩ বলে ২৪ রান করে আউট হন মাধেভেরে।

এরপর নায়াশা মায়াভোকে সঙ্গে নিয়ে ব্যাট করতে থাকেন উইলিয়ামস। তবে দলীয় ১৯৩ রানে ১০৮ বলে ৫৯ রান করে আউট হন উইলিয়ামস।

এরপর দ্রুতই তিন উইকেট হারায় জিম্বাবুয়ে। মায়াভো ৩৫, ওয়েলিংটন মাসাকাদজা ৬ ও ব্লেসিং মুজারবানি ১৭ রান করে সাজঘরে ফিরে যান। শেষ ব্যাটার হিসেবে ভিক্টর নিয়াউচি আউট হলে ২৭৩ রানে অলআউট হয় জিম্বাবুয়ে। বাংলাদেশের পক্ষে মেহেদী হাসান মিরাজ ৫টি ও নাহিদ রানা নেন ৩টি উইকেট।
স্বদেশ বিচিত্রা/এআর