৫ই আগস্ট ২০২৪ইং আওয়ামী লীগের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাত্র সমাজের আন্দোলনের তোপের মুখে পড়ে পদত্যাগ করে পালিয়ে চলে যান ভারত। সরকার পদত্যাগের পরই দেশের মানুষ যেন স্বস্তির নিঃশ্বাস পেলল।উন্মুক্ত হলো মানুষের কণ্ঠস্বর, সাহস হলো কথা বলার। চতুর্থবারের মতো বাংলাদেশ স্বাধীন হওয়ায় জনগণের বুকে চাপা থাকা কষ্টগুলো এবং কণ্ঠস্বরনালীতে জমানো কথাগুলো প্রকাশ করে তারা যেন ফিরে পেলো এক নতুন স্বাধীন বাংলাদেশ। আনন্দ উল্লাসে যেন তাদের কমতি ছিলনা। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে ভেদাভেদ ভুলে গিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে একে অন্যের প্রতি আনুগত্য হয়ে দেশ সংস্কারে বাংলাদেশ গড়ার অপ্রতিরোধ্য অগ্রযাত্রা শুরু হলো। সরজমিনে তথ্য অনুসন্ধানে এবার খুঁজে পেলাম সোনারগাঁও সাদিপুর ভারগাও গ্রামের আবু দায়ানের কৃতি সন্তান আরমান হাসানকে। তবে আরমান হাসান দীর্ঘদিন রাজনৈতিক প্রতিহিংসার শিকারে ভুক্তভোগী ছিলেন বলেও জানা যায়। সমাজে ভালো কাজের সাথে থাকতে দেখা যায় আরমান হাসানকে। জানা যায় আরমান হাসান সোনারগাঁও থানাধীন সাদীপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা। ছোটবেলা থেকেই আরমান হাসানের ভালো কাজের মন-মন মানসিকতা ছিল। আরমানের বাবা মোঃ আবু দায়ান ১৯৮৬ সালে ভারগাও গোল্ডেন ইয়ং সমাজ কল্যাণ ক্লাব স্থাপিত করেন, যার রেজিঃ নং ১৩৬। তার বাবা আবু দায়ান ক্লাবের উদ্যোগে সমাজে ভালো কাজ করে আসছেন বলেও জানা যায়। তারেই ধারাবাহিকতায় আরমান হাসান বর্তমানে ভারগাও গোল্ডেন ইয়ং সমাজকল্যাণ ক্লাবের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। সমাজের অসঙ্গতি কাজগুলো দূর করে একটি সুন্দর সমাজ গড়ার লক্ষ্যে আরমান হাসান প্রায় ২শতাধিক যুবকদের সাথে নিয়ে পরিশ্রম করে যাচ্ছেন। ভালো কাজের দৃষ্টিস্বরূপ আরমান হাসান কাঁচপুর হতে তারাবো বিশ্বরোডের মধ্যস্থ স্থলের যাত্রামুড়া থেকে এশিয়ান রোডে এসে শেষ হওয়া বেড়িবাঁধটি চলাচলের অনুপযোগী হওয়ায়, তার পরিচালনায় উক্ত ক্লাবের উদ্যোগে সদস্যদের কাছ থেকে অর্থ সংগ্রহ করে সংস্কার করার চেষ্টা করছেন। তাছাড়া তিনি মাদক মুক্ত, জুয়া মুক্ত, বাল্যবিবাহ মুক্ত, দখলবাদ মুক্ত ও অসামাজিক কার্যকলাপ মুক্ত সমাজ গড়বেন বলে গণমাধ্যম কর্মীদের জানান।
০৭:১৮ অপরাহ্ন, শনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ২২ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম