সুবিধাবঞ্চিত ও পথশিশুদের জন্য নিবেদিত প্রতিষ্ঠান লিডো (Local Education and Economic Development Organisation – LEEDO) আজ লিডো পিস হোমে এক বিশেষ ইফতার মাহফিলের আয়োজন করেছে। সমাজের দায়িত্বশীল ব্যক্তিবর্গ ও সুশীল সমাজের প্রতিনিধিরা এতে অংশগ্রহণ করেন এবং শিশুদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
লিডো পিস হোমে বর্তমানে ৩০ জন বিশেষ চাহিদাসম্পন্ন শিশুসহ মোট ৬০ জন শিশু বসবাস করছে। একসময় তারা সবাই পথশিশু ছিলেন এবং সমাজের নানা বঞ্চনার শিকার হয়েছেন। লিডো তাদের জন্য খাদ্য, চিকিৎসা, শিক্ষা ও পুনর্বাসনের সম্পূর্ণ দায়িত্ব বহন করছে। বাংলাদেশে লিডোই একমাত্র প্রতিষ্ঠান, যা এককভাবে পথশিশুদের উদ্ধার, পরিবারে পুনঃএকত্রীকরণ ও দীর্ঘমেয়াদি পুনর্বাসনের কাজ করে যাচ্ছে।
ইফতার মাহফিলে সমাজের বিশিষ্ট ব্যক্তি, মানবাধিকার কর্মী ও শুভানুধ্যায়ীরা শিশুদের সঙ্গে ইফতার করেন এবং তাদের ভবিষ্যৎ গঠনে সহযোগিতার আশ্বাস দেন।
লিডোর নির্বাহী পরিচালক বলেন, “পথশিশুরা আমাদের সমাজেরই অংশ। তাদের মৌলিক অধিকার নিশ্চিত করা আমাদের সবার নৈতিক দায়িত্ব। আমরা চাই, সমাজের সকল স্তরের মানুষ এগিয়ে আসুক, যেন কোনো শিশু আর রাস্তায় রাত না কাটায়।” তিনি আরও বলেন, “সরকার পথশিশুদের বিষয়ে উদাসীন। অথচ, তাদের অধিকার নিশ্চিত করার দায়িত্ব সরকারেরই সবার আগে নেওয়ার কথা ছিল। শিশুদের ভবিষ্যৎ গঠনে নীতি-নির্ধারকদের আরও কার্যকর উদ্যোগ নিতে হবে।”
এই আয়োজনের মাধ্যমে সমাজের সচেতন মহলকে পথশিশুদের পুনর্বাসন ও উন্নয়নে আরও সক্রিয় ভূমিকা রাখার জন্য উদ্বুদ্ধ করা হয়। লিডোর পক্ষ থেকে জানানো হয়, শিশুদের টেকসই উন্নয়নে সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন এবং এ ধরনের উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে পারে।