০২:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ০৬ এপ্রিল ২০২৫, ২২ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
খায়রুল আলম বিপ্লব তারাগঞ্জ, রংপুর :

সাজিদ রহমানের প্রথম উপন্যাস ‘আলমপনার দরবারে’

  • প্রকাশিত ১০:১৬:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী ২০২৫
  • ৭৭ বার দেখা হয়েছে

 

 

মানুষের জীবন মানেই অসংখ্য গল্পের সমষ্টি। সেই গল্পে হাসি-কান্না, সুখ-দুঃখ, ঘৃণা কিংবা প্রেম ঠাসাঠাসি করে অবস্থান করে। ওসবের মাঝেই থাকে সূক্ষ্ম সূক্ষ্ম হিউমার, যা উপলব্ধি করতে পারলে হাজারও দুঃখের মাঝেও অনাবিল শান্তির পরশ বইতে পারে। সমাজের চলমান ঘটনা, হোক সেটা সামাজিক, অর্থনৈতিক কিংবা রাজনৈতিক, সেটার একটা আলাদা ব্যাখ্যা থাকতে পারে। সেই গল্প প্রকাশ পেতে পারে হাস্যরস ও বিদ্রুপের সাথে। গল্পকার সাজিদ রহমান প্রথমবারের মত হাজির হয়েছেন হিউমার সমৃদ্ধ উপন্যাস “আলমপনার দরবারে” নিয়ে।

‘আলমপনার দরবারে’ নিয়ে লেখক সাজিদ রহমান বলেন, এই উপন্যাসে বর্তমান সমাজের অনেক অসঙ্গতির কথা খুব সূক্ষ্ম এবং হাস্য-রসাত্মকভাবে উপস্থাপন করা হয়েছে। গল্পের প্রতিটি বাঁকে বাঁকে হিউমারের নানা উপাদানের সাথে সাক্ষাৎ হবে, যা পাঠককে ভিন্ন স্বাদের সন্ধান দিবে। আলপনার দরবারে জানতে চাইলে লেখক গল্পের শুরুর গল্পটার কিছু ইঙ্গিত দেন। বন্ধু রফিকের অনুরোধে তাঁর ঠিকাদারি ব্যবসা দেখাশুনা করতে বের হয়েছিলো হানজালা। হানজালা যে এই গল্পের প্রধান চরিত্র হঠাৎ নিজেকে আবিষ্কার করে বাহারুল ওরফে হাড্ডির দরবারে। একের পর এক ঘটনায় নাস্তানাবুদ হয়ে হানজালা বুঝতে পারে, ওসবই ছিল নিছক স্বপ্ন। স্বপ্নের ঘোর কাটতেই বাস্তব জীবনে এসে হাজির হয় স্বপ্নের সেই বাহাবুল। থানায় আটক ফাকে খালাকে ফেরাতে গিয়ে সে মুখোমুখি হয় বিচিত্র সব মানুষের। বন্ধু রফিফের একের পর অদ্ভুত কাজে হয়রান হতে হয় তাঁকে। হানজালার সাথে সম্পর্কে জড়িয়ে পড়ার আগেই উধাও হয়ে যায় নেহা। নেহাকে খুঁজতে গিয়ে হানজালার সাথে পরিচয় হয়ে যায় জয়ার। মেঘডুবিতে একটা খুনের পর দূরের এক �

Tag :
জনপ্রিয়

খুলনায় গ্যাস সরবরাহের দাবিতে খুলনা নাগরিক সমাজের আয়োজনে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

খায়রুল আলম বিপ্লব তারাগঞ্জ, রংপুর :

সাজিদ রহমানের প্রথম উপন্যাস ‘আলমপনার দরবারে’

প্রকাশিত ১০:১৬:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী ২০২৫

 

 

মানুষের জীবন মানেই অসংখ্য গল্পের সমষ্টি। সেই গল্পে হাসি-কান্না, সুখ-দুঃখ, ঘৃণা কিংবা প্রেম ঠাসাঠাসি করে অবস্থান করে। ওসবের মাঝেই থাকে সূক্ষ্ম সূক্ষ্ম হিউমার, যা উপলব্ধি করতে পারলে হাজারও দুঃখের মাঝেও অনাবিল শান্তির পরশ বইতে পারে। সমাজের চলমান ঘটনা, হোক সেটা সামাজিক, অর্থনৈতিক কিংবা রাজনৈতিক, সেটার একটা আলাদা ব্যাখ্যা থাকতে পারে। সেই গল্প প্রকাশ পেতে পারে হাস্যরস ও বিদ্রুপের সাথে। গল্পকার সাজিদ রহমান প্রথমবারের মত হাজির হয়েছেন হিউমার সমৃদ্ধ উপন্যাস “আলমপনার দরবারে” নিয়ে।

‘আলমপনার দরবারে’ নিয়ে লেখক সাজিদ রহমান বলেন, এই উপন্যাসে বর্তমান সমাজের অনেক অসঙ্গতির কথা খুব সূক্ষ্ম এবং হাস্য-রসাত্মকভাবে উপস্থাপন করা হয়েছে। গল্পের প্রতিটি বাঁকে বাঁকে হিউমারের নানা উপাদানের সাথে সাক্ষাৎ হবে, যা পাঠককে ভিন্ন স্বাদের সন্ধান দিবে। আলপনার দরবারে জানতে চাইলে লেখক গল্পের শুরুর গল্পটার কিছু ইঙ্গিত দেন। বন্ধু রফিকের অনুরোধে তাঁর ঠিকাদারি ব্যবসা দেখাশুনা করতে বের হয়েছিলো হানজালা। হানজালা যে এই গল্পের প্রধান চরিত্র হঠাৎ নিজেকে আবিষ্কার করে বাহারুল ওরফে হাড্ডির দরবারে। একের পর এক ঘটনায় নাস্তানাবুদ হয়ে হানজালা বুঝতে পারে, ওসবই ছিল নিছক স্বপ্ন। স্বপ্নের ঘোর কাটতেই বাস্তব জীবনে এসে হাজির হয় স্বপ্নের সেই বাহাবুল। থানায় আটক ফাকে খালাকে ফেরাতে গিয়ে সে মুখোমুখি হয় বিচিত্র সব মানুষের। বন্ধু রফিফের একের পর অদ্ভুত কাজে হয়রান হতে হয় তাঁকে। হানজালার সাথে সম্পর্কে জড়িয়ে পড়ার আগেই উধাও হয়ে যায় নেহা। নেহাকে খুঁজতে গিয়ে হানজালার সাথে পরিচয় হয়ে যায় জয়ার। মেঘডুবিতে একটা খুনের পর দূরের এক �