সংবাদমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং সাংবাদিকদের অধিকার প্রতিষ্ঠায় পেশাগত ঐক্য অপরিহার্য। তাই এ বিষয়ে সাংবাদিক ইউনিয়ন এবং সংগঠনগুলোর ঐক্য প্রয়োজন- সিআরএ নেতৃবৃন্দের দাবী।
সাংবাদিক সংগঠন গুলির ঐক্যবদ্ধ হওয়ার প্রয়োজন রয়েছে। সাংবাদিক সংগঠনগুলি ঐক্যবদ্ধ না হলে সাংবাদিক নির্যাতন কোনক্রমেই বন্ধ হবে না। সিআরএর মাসিক সভায় সংগঠনের নেতৃবৃন্দের কথায় এই বক্তব্যগুলো উঠে আসে।
সিআরএ’র সভাপতি সোহাগ আরেফিন বলেন – সাংবাদিকরা আজ ঐক্যবদ্ধ না হওয়ার কারণে দেশে একের পর এক প্রকৃত সাংবাদিকদের উপর নৃশংস হামলা-মামলা, হত্যার ঘটনা ঘটছে, এসব ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েও সাংবাদিক নেতারা কোন ফল পাওয়া যাচ্ছে না, এখন একমাত্র সাংবাদিক সংগঠন গুলির ঐক্যবদ্ধ হওয়ার প্রয়োজন।
সিআরএ’র সিনিয়র সহ-সভাপতি আজিজুল হক আজিজ বলেন – সাংবাদিক সংগঠন গুলি বড় বড় মিডিয়াগুলোর কাছে ছোট ছোট মিডিয়ার প্রতিনিধিরা মূল্যায়িত হচ্ছে না। আর এই সুযোগ অপরাধীরাই ব্যবহার করে এক সাংবাদিক দিয়ে অপর সাংবাদিক কে নানাবিধভাবে হয়রানি করছে। যে কারণে প্রকৃত অপরাধীরাই ধরাছোঁয়ার বাইরে রয়ে যাচ্ছে।
সিআরএ’র সাধারন সম্পাদক নূরুল আমিন খোকন বলেন – সারাদেশে সাংবাদিকরা ঐক্যবদ্ধ হলে সকল অপরাধীরা মাথা নত করতে বাধ্য হবে, দেশের অপরাধ প্রবণতা ও কমে যাবে।
সিআরএ’র সাংগঠনিক সম্পাদক অন্তর মাহমুদ রুবেল বলেন – সকল সমস্যার সমাধান আমাদেরকেই করতে হবে, আমার অনুরোধ সকল সাংবাদিক সংগঠনগুলো ওক্যবদ্ধভাবে বিষয়গুলি নিরাশনে তৎপর হতে হবে, আসুন আমরা সকলে একসাথে কাজ করি।
সিআরএ’র অর্থ সম্পাদক সাইফুদ্দিন রমিজ বলেন – ৬৪ জেলায় সাংবাদিকদের জন্য কল্যাণ ফান্ড করা উচিত এতে করে অসহায় সাংবাদিকরা আর্থিক সুবিধা পাবে।
সংগঠনের নেতৃবৃন্দরা আরও বলেন তুহিন হত্যার বিচার যেমন আমরা অল্প সময়ে আশার আলো দেখছি তেমনি আমরা সহসা সাগর রুনি হত্যার বিচারের জোর দাবি জানাচ্ছি।