১০:১৬ অপরাহ্ন, রবিবার, ০৬ এপ্রিল ২০২৫, ২৩ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

সাংবাদিক দম্পতির উপর হামলা ও হুমকিঃ পীরগঞ্জ থানায় অভিযোগ দায়ের

  • প্রকাশিত ১০:৩৬:১০ অপরাহ্ন, শনিবার, ৭ সেপ্টেম্বর ২০২৪
  • ১৬৬ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক, ঠাকুরগাঁও

 

৭ সেপ্টেম্বর ২০২৪: ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ থানার চন্দরিয়া গ্রামে গত ৬ সেপ্টেম্বর এক সাংবাদিক দম্পতির ওপর হামলার ঘটনা ঘটেছে। এই ঘটনায় পীরগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
মোছাঃ তাহেরা খাতুন (৩৬), জেলা প্রতিনিধি দৈনিক স্বদেশ বিচিত্রা, এবং তার স্বামী মোঃ আইয়ুব আনছারী, যিনি দৈনিক বাংলাদেশ সমাচার-এর ভ্রাম্যমাণ প্রতিনিধি, অভিযোগ করেছেন যে, স্থানীয় বাসিন্দা অ্যাডভোকেট মোঃ জিল্লুর রহমান (৪২) তাদের উপর হঠাৎ করে হামলা চালান এবং অশালীন ভাষায় গালিগালাজ করেন।
অভিযোগে উল্লেখ করা হয়েছে, সাংবাদিক দম্পতি স্থানীয় এক নাবালিকার বিবাহ সংক্রান্ত তথ্য সংগ্রহের জন্য মোঃ রেজাউল ইসলামের বাড়িতে গিয়েছিলেন। সেখানে স্থানীয় লোকজনের সাথে কথা বলার সময় জিল্লুর রহমান আচমকা এসে তাদের সাথে অশালীন আচরণ করেন। জিল্লুর রহমান তখন মোঃ আইয়ুব আনছারীকে মারধর শুরু করেন এবং তাহেরা খাতুনকে মারধর করে মাটিতে ফেলে দেন। এছাড়া জিল্লুর রহমান তাদের ক্যামেরা এবং স্মার্টফোন ভাঙার চেষ্টা করেন।
বিষয়টি নিয়ে স্থানীয় বাসিন্দারা তাদের উদ্ধার করে এবং জিল্লুর রহমানকে হামলা ও হুমকি দেয়ার অভিযোগে থামান। হামলাকারী জিল্লুর রহমান সাংবাদিক দম্পতিকে প্রাণনাশের হুমকি দেয় এবং মিথ্যা মামলা দায়েরের ভয় দেখায়।
সাংবাদিক দম্পতি স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন এবং এরপর পীরগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছেন। তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের আবেদন জানিয়েছেন।
এই ঘটনার পর স্থানীয় সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ হামলাকারীর কঠোর শাস্তির দাবি জানিয়েছেন এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।

Tag :
জনপ্রিয়

কবি সাযযাদ কাদির বন্ধু অবন্ধু ও নক্ষত্রের ছায়া জামিল জাহাঙ্গীর

সাংবাদিক দম্পতির উপর হামলা ও হুমকিঃ পীরগঞ্জ থানায় অভিযোগ দায়ের

প্রকাশিত ১০:৩৬:১০ অপরাহ্ন, শনিবার, ৭ সেপ্টেম্বর ২০২৪

নিজস্ব প্রতিবেদক, ঠাকুরগাঁও

 

৭ সেপ্টেম্বর ২০২৪: ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ থানার চন্দরিয়া গ্রামে গত ৬ সেপ্টেম্বর এক সাংবাদিক দম্পতির ওপর হামলার ঘটনা ঘটেছে। এই ঘটনায় পীরগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
মোছাঃ তাহেরা খাতুন (৩৬), জেলা প্রতিনিধি দৈনিক স্বদেশ বিচিত্রা, এবং তার স্বামী মোঃ আইয়ুব আনছারী, যিনি দৈনিক বাংলাদেশ সমাচার-এর ভ্রাম্যমাণ প্রতিনিধি, অভিযোগ করেছেন যে, স্থানীয় বাসিন্দা অ্যাডভোকেট মোঃ জিল্লুর রহমান (৪২) তাদের উপর হঠাৎ করে হামলা চালান এবং অশালীন ভাষায় গালিগালাজ করেন।
অভিযোগে উল্লেখ করা হয়েছে, সাংবাদিক দম্পতি স্থানীয় এক নাবালিকার বিবাহ সংক্রান্ত তথ্য সংগ্রহের জন্য মোঃ রেজাউল ইসলামের বাড়িতে গিয়েছিলেন। সেখানে স্থানীয় লোকজনের সাথে কথা বলার সময় জিল্লুর রহমান আচমকা এসে তাদের সাথে অশালীন আচরণ করেন। জিল্লুর রহমান তখন মোঃ আইয়ুব আনছারীকে মারধর শুরু করেন এবং তাহেরা খাতুনকে মারধর করে মাটিতে ফেলে দেন। এছাড়া জিল্লুর রহমান তাদের ক্যামেরা এবং স্মার্টফোন ভাঙার চেষ্টা করেন।
বিষয়টি নিয়ে স্থানীয় বাসিন্দারা তাদের উদ্ধার করে এবং জিল্লুর রহমানকে হামলা ও হুমকি দেয়ার অভিযোগে থামান। হামলাকারী জিল্লুর রহমান সাংবাদিক দম্পতিকে প্রাণনাশের হুমকি দেয় এবং মিথ্যা মামলা দায়েরের ভয় দেখায়।
সাংবাদিক দম্পতি স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন এবং এরপর পীরগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছেন। তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের আবেদন জানিয়েছেন।
এই ঘটনার পর স্থানীয় সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ হামলাকারীর কঠোর শাস্তির দাবি জানিয়েছেন এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।