গতকাল ১৯শে আগস্ট রোজ সোমবার শ্রী শ্রী জাতীয় শিব মন্দির দয়াগঞ্জ ঢাকায় এক বর্ণাঢ্য আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।উক্ত অনুষ্ঠানের সভাপতির আসন অলংকৃত করেছেন ৪০ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জনাব মকবুল ইসলাম খান টিপু এবং বিশেষ অতিথির আসন অলংকৃত করেছেন ইঞ্জিনিয়ার শাহাবুদ্দিন আহমেদ ও মোহাম্মদ মোসলেউদ্দিন শাহ্ এবং মাহবুবুর রহমান ৪০ নং ওয়ার্ড গেন্ডারিয়া থানা বিএন পি। উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন নবনির্বাচিত কমিটির সম্মানিত সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী এবং দানশীল ব্যক্তিত্ব ডায়মন্ড হাউজের সত্বাধিকারী জনাব সৌমেন সাহা এবং সহ-সভাপতি লায়ন শ্রী চন্দন কুমার ঘোষ ও সাধারণ সম্পাদক রবীন ঘোষ সহ উক্ত কমিটির অন্যান্য নেতৃবৃন্দ। প্রধান অতিথি জনাব মকবুল ইসলাম খান টিপু বলেন জাতীয় শিব মন্দিরকে আমরা একটি অরাজনৈতিক সংগঠন হিসেবে দেখতে চাই এতে আমার এবং আমার নেতৃবৃন্দের সর্বোচ্চ সহযোগিতা সব সময় আপনাদের সাথে থাকবে তিনি আরো বলেন মাদার অফ ডেমোক্রেসি দেশনেত্রী বেগম খালেদা জিয়া সনাতন ধর্মাবলম্বীদের বাংলাদেশে বসবাসের জন্য এবং তাদের মর্যাদা রক্ষার্থে যা করণীয় তা তিনি করবেন এবং আমিও আমার নেত্রীর দেখানো পথ ধরে আপনাদের সাথে থাকতে পারলে নিজেকে ধন্য মনে করব। উক্ত নবনির্বাচিত কমিটির সভাপতি জনাব সৌমেন সাহা বলেন আসন্ন দুর্গা পূজাকে সামনে রেখে আমাদের দুর্গা মন্দিরের শ্রী শ্রী দুর্গা পূজার অন্তত দুই দিন আগে হলেও নতুন ভবনের কাজ সমাপ্ত করব এবং এই মন্দিরটি একটি মডেল মন্দির হিসেবে রূপান্তরিত করব এর জন্য তিনি নবনির্বাচিত কমিটির তথা সকল সনাতন ধর্মাবলম্বীদের তার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন ।তার এই আহ্বানে সাড়া দিয়ে অনেকেই তার সাথে একাত্মতা প্রকাশ করেছেন। নবনির্বাচিত কমিটির সহ-সভাপতি লায়ন শ্রী চন্দন কুমার ঘোষ বলেন এই মন্দিরকে সব ধরনের অপশক্তির হাত থেকে আমাদের রক্ষা করতে হবে তিনি আরো বলেন বিগত কমিটির যারা দায়িত্বে ছিলেন তারা এই মন্দিরের উন্নয়নে বাধা হয়ে দাঁড়িয়েছিলেন কিন্তু বাবা ভোলানাথের কৃপায় সেই অপশক্তি রোধ করে আজ আমরা একটি সুন্দর কমিটি গঠন করতে পেরেছি। নবনির্বাচিত কমিটির সাধারণ সম্পাদক জনাব রবীন ঘোষ বলেন বিগত দিনের স্বৈরাচারী সরকারের মদদে এই মন্দিরের যারা কমিটির মূল দায়িত্বে ছিলেন তারা মন্দিরের উন্নয়ন কাজে কোন উন্নতি আনয়ন করতে পারেননি বরং লুটতরাজ করে মন্দিরের ফান্ড থেকে টাকা খাওয়ার পায়তারা চালিয়েছেন এবং খেয়েছেন। উক্ত নবনির্বাচিত কমিটির অন্যান্য নেতৃবৃন্দের গঠনমূলক আলোচনার মাধ্যমে সভার সমাপ্তি ঘোষনা করা হয়।
০৩:৫০ অপরাহ্ন, শনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ২২ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম