জাহাঙ্গীর হোসেন আহমেদ, শেরপুর : শেরপুরের নকলায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে দু’টি ব্যবসা প্রতিষ্ঠানের মালিককে মোট ৩০ হাজার টাকা আর্থিক জরিমানা করা হয়েছে।
গত বৃহস্পতিবার (২১ আগষ্ট) দুপুরে নকলা পৌরশহরে ওই অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে ভেজাল ও নিম্নমানের খাদ্যপণ্য বিক্রির অভিযোগে নকলা পৌরশহরের থানা রোডে ‘রসের মিষ্টি’ এবং ‘তাসফিয়া ফুড এন্ড কনফেকশনারী’ এর মালিককে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে মোট ৩০ হাজার টাকা আর্থিক জরিমানা করা হয় এবং বেশকিছু নিম্নমানের খাদ্যপণ্য জনসম্মুখে ধ্বংস করা হয়।
অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ময়মনসিংহ বিভাগের উপ-পরিচালক রিনা বেগম ও শেরপুর জেলার সহকারি পরিচালক মো. আরিফুল ইসলাম। ওইসময় উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর হাসান ফেরদৌস আলমসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ময়মনসিংহ বিভাগের উপ-পরিচালক রিনা বেগম জানান ভোক্তাদের স্বার্থ সংরক্ষণ করা জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের প্রধান কাজ। ভোক্তাদের স্বার্থে পরবর্তীতেও এধরণের অভিযান চলমান থাকবে। কেউ ভেজাল ও নিম্নমানের খাদ্যপণ্য বিক্রি করলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
বার্তা প্রেরক
জাহাঙ্গীর হোসেন আহমেদ
শেরপুর।
০১৭১৬৩১১৬৭৫
২২/০৮/২০২৫