০৮:৫১ পূর্বাহ্ন, শনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ২২ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

” শক্তি ও ধর্মের বেড়াজাল্ বিশ্ব” !

  • প্রকাশিত ০৮:০০:০৩ অপরাহ্ন, সোমবার, ৪ নভেম্বর ২০২৪
  • ১৪১ বার দেখা হয়েছে

 

বিশ্বের শক্তিধর দেশ গুলো সমরাস্ত্রের জন্য বিলিয়ন বিলিয়ন ডলার ব্যয় করে মানুষ মারার জন্য অথচ পৃথিবীর এক তৃতীয়াংশ মানুষ দরিদ্র সীমারনিচে অর্ধাহারে অনাহারে কাটায়।ইউরোপ অস্ট্রেলিয়া আমেরিকা বর্ণ বৈষাম্যের দরুন আফ্রিকা সোমালিয়া ইথিওপিয়া উগান্ডার ক্ষুধা পিড়ীত মানুষের কল্যানে প্রকৃত সাহায্যের হাত বাড়ালে দারিদ্র থাকেনা।আরব বিশ্বের ধ্বনী দেশ গুলোও সাহায্যের হাত বাড়ায় না।সন্তানের ক্ষুধা নিবারনের জন্য মাকে মধ্যযুগের মত মিথ্যা আশ্বাসে গল্প শুনিয়ে কান্না থামাতে হয়, সেখানে মানবতা কোথায়?

সৌদী আরব, কুয়েত, কাতার, ইরান, বাহারাইন, মরোক্ক, জর্ডান, আবুধাবী-দুবাইতে ইসলামী দেশে পর্দার আড়ালে সকল হারাম হালাল হয়, বিলাসিতা আতোষ বাজিতে হাজার কোটি খরচ করে। প্রত্যহ তারা যে পরিমান খাবার নষ্টকরে ফেলে দেয়, তার অর্ধেক খাদ্য আফ্রিকার দরিদ্র দেশ গুলোকে দিলে দুবেলা খেয়ে বাঁচে। ইসলাম কোথায়?
আমরা মানবতার কথা বলি ধর্মের মহত্বের বাণী শুনায়। আবার ধর্মের নামেই সারা বিশ্বে হিংসার বিষবাস্প ছড়িয়ে আগুন জালাই। ধর্মের নামে অধর্ম ক’রে মসজিদ ভেঙ্গে মন্দীর, মন্দীর ভেঙ্গে মসজিদ বানায়। ধর্মের বেড়াজালে মানবতাহীন ইস্রারাইল হিংস্র দানবের মত দাঁত নখ দিয়ে ক্ষত বিক্ষত করে ফিলিস্তিন।

আধুনিক এই সভ্যতার যুগেও শক্তির বলে দুর্বল দেশ গুলোয় আগ্রাসন চলে, সেখানের আদর্শ গুঁড়িয়ে নিজেদের রাজ কায়েম চলে অবিরত।ভিন্ন মতের মানুষকে গুম খুন, হত্যাকরে লাশ রাজপথেও ঝুলায়। সেখানে সভ্যতা, মানবতা মনুষত্ব কোথায়?

Tag :

টঙ্গীতে ভাড়াটিয়ার মাদক কারবার বন্ধের নির্দেশ প্রদান করায় বাড়িওয়ালাকে কুপিয়ে জখম করলো ভাড়াটিয়া

” শক্তি ও ধর্মের বেড়াজাল্ বিশ্ব” !

প্রকাশিত ০৮:০০:০৩ অপরাহ্ন, সোমবার, ৪ নভেম্বর ২০২৪

 

বিশ্বের শক্তিধর দেশ গুলো সমরাস্ত্রের জন্য বিলিয়ন বিলিয়ন ডলার ব্যয় করে মানুষ মারার জন্য অথচ পৃথিবীর এক তৃতীয়াংশ মানুষ দরিদ্র সীমারনিচে অর্ধাহারে অনাহারে কাটায়।ইউরোপ অস্ট্রেলিয়া আমেরিকা বর্ণ বৈষাম্যের দরুন আফ্রিকা সোমালিয়া ইথিওপিয়া উগান্ডার ক্ষুধা পিড়ীত মানুষের কল্যানে প্রকৃত সাহায্যের হাত বাড়ালে দারিদ্র থাকেনা।আরব বিশ্বের ধ্বনী দেশ গুলোও সাহায্যের হাত বাড়ায় না।সন্তানের ক্ষুধা নিবারনের জন্য মাকে মধ্যযুগের মত মিথ্যা আশ্বাসে গল্প শুনিয়ে কান্না থামাতে হয়, সেখানে মানবতা কোথায়?

সৌদী আরব, কুয়েত, কাতার, ইরান, বাহারাইন, মরোক্ক, জর্ডান, আবুধাবী-দুবাইতে ইসলামী দেশে পর্দার আড়ালে সকল হারাম হালাল হয়, বিলাসিতা আতোষ বাজিতে হাজার কোটি খরচ করে। প্রত্যহ তারা যে পরিমান খাবার নষ্টকরে ফেলে দেয়, তার অর্ধেক খাদ্য আফ্রিকার দরিদ্র দেশ গুলোকে দিলে দুবেলা খেয়ে বাঁচে। ইসলাম কোথায়?
আমরা মানবতার কথা বলি ধর্মের মহত্বের বাণী শুনায়। আবার ধর্মের নামেই সারা বিশ্বে হিংসার বিষবাস্প ছড়িয়ে আগুন জালাই। ধর্মের নামে অধর্ম ক’রে মসজিদ ভেঙ্গে মন্দীর, মন্দীর ভেঙ্গে মসজিদ বানায়। ধর্মের বেড়াজালে মানবতাহীন ইস্রারাইল হিংস্র দানবের মত দাঁত নখ দিয়ে ক্ষত বিক্ষত করে ফিলিস্তিন।

আধুনিক এই সভ্যতার যুগেও শক্তির বলে দুর্বল দেশ গুলোয় আগ্রাসন চলে, সেখানের আদর্শ গুঁড়িয়ে নিজেদের রাজ কায়েম চলে অবিরত।ভিন্ন মতের মানুষকে গুম খুন, হত্যাকরে লাশ রাজপথেও ঝুলায়। সেখানে সভ্যতা, মানবতা মনুষত্ব কোথায়?