০৩:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০২ সেপ্টেম্বর ২০২৫, ১৭ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সৈয়দ আসমা উল হুসনা

লক্ষ টাকার চেকটা

  • প্রকাশিত ০২:০৫:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫
  • ২০ বার দেখা হয়েছে

রাত পোহাতেই সবাই খুঁজে
মস্ত বড় ব্যাগটা,
সেই ব্যাগেতে আছে নাকি
লক্ষ টাকার চেকটা।

বড় বড় নোটের দিকে
সবার এখন দৃষ্টি,
মানবতা কাঁদছে বসে
হয়ে ঝড় বৃষ্টি।

আসল নকল যায় না বুঝা
মন্দ ভালো হয় না খুঁজা,
ন্যায় নীতি ডুবছে এখন
খেয়ে রসের মিষ্টি।

লোভ লালসার ঝড় উঠেছে
নিঃস্বার্থ লোক অকালে মরছে,
অরাজকতার দোকান খুলে
নতুন হাওয়ায় দুর্নীতি দুলে।

মুখোশদারির মুখোশ খুলে
টগা জিতার এই ভব বাজারে,
মিথ্যা বেছা চলছে ভারি
ডাক উঠেছে মন্দ হাড়ি।

দোষব কারে বাদব কারে
চোর ডুকেছে নিজের ঘরে,
আপন জনে করলে চোরি
তাকে কি আর ধরতে পারি।

ভেবে চিন্তে পাইনা কিছু
সবাই ছুটি ব্যাগটার পিছে।

Tag :
জনপ্রিয়

লক্ষ টাকার চেকটা

সৈয়দ আসমা উল হুসনা

লক্ষ টাকার চেকটা

প্রকাশিত ০২:০৫:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫

রাত পোহাতেই সবাই খুঁজে
মস্ত বড় ব্যাগটা,
সেই ব্যাগেতে আছে নাকি
লক্ষ টাকার চেকটা।

বড় বড় নোটের দিকে
সবার এখন দৃষ্টি,
মানবতা কাঁদছে বসে
হয়ে ঝড় বৃষ্টি।

আসল নকল যায় না বুঝা
মন্দ ভালো হয় না খুঁজা,
ন্যায় নীতি ডুবছে এখন
খেয়ে রসের মিষ্টি।

লোভ লালসার ঝড় উঠেছে
নিঃস্বার্থ লোক অকালে মরছে,
অরাজকতার দোকান খুলে
নতুন হাওয়ায় দুর্নীতি দুলে।

মুখোশদারির মুখোশ খুলে
টগা জিতার এই ভব বাজারে,
মিথ্যা বেছা চলছে ভারি
ডাক উঠেছে মন্দ হাড়ি।

দোষব কারে বাদব কারে
চোর ডুকেছে নিজের ঘরে,
আপন জনে করলে চোরি
তাকে কি আর ধরতে পারি।

ভেবে চিন্তে পাইনা কিছু
সবাই ছুটি ব্যাগটার পিছে।