সরবরাহ কমে গেছে আজ,
নেই বাজারে সস্তা সাজ।
ইলিশ যেন স্বপ্ন খানি,
নাগালের বাইরে তা জানি।
শূন্য হাঁড়ি, মন খারাপ,
দাম শুনে হয় দম আটকাপ।
চোখ ভরে তাকাই শুধু,
মাছের দেশে কষ্ট মুদু।
গ্রামের ঘ্রাণ, নদীর ঢেউ,
মাছের হাসি আজ নেই যে।
সরবরাহে সংকট ঘন,
জনতার দুঃখ ক্রমে শোন।








