০৬:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫, ২৩ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শরিফুল ইসলাম ভূঁইয়া, রামগঞ্জ

রামগঞ্জে প্রাবন্ধিক মোতাহের হোসেন চৌধুরীর স্মরণ সভা

  • প্রকাশিত ০৭:৫৫:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫
  • ৪১ বার দেখা হয়েছে

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে লেখক, প্রাবন্ধিক ও চিন্তাবিদ মোতাহের হোসেন চৌধুরীর (১৯০৩-৫৬) ৬৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নিজ জন্মস্থানে স্মরন সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ স্মরন সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদ মোহাম্মদ রবিন শীষের সভাপতিত্বে স্মরনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা প্রশাসক রাজীব কুমার সরকার। আলোচক ছিলেন জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের গবেষক ও বিশেষজ্ঞ ড. কুদরত-ই-হুদা, দৈনিক যুগান্তর পত্রিকার সাহিত্য সম্পাদক কবি জুননু রাইন, লক্ষ্মীপুর জেলা সাহিত্য সংসদেও সাধারন সম্পাদক কবি গাজী গিয়াস উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেখক মোতাহের হোসেন চৌধুরীর পুত্র ক্যাপ্টেন সৈয়দ জাহিদ হোসাইন, রামগঞ্জ ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল বারী প্রমূখ। অনুষ্ঠান পরিচালনা করে উপজেলা মাধ্যমিক শিক্ষা একাডেমিক সুপারভাইজার শরীফুল্লাহ আল শামস। অনুষ্ঠান শেষে লেখক মোতাহের হোসেন চৌধুরীর পুত্র ক্যাপ্টেন সৈয়দ জাহিদ হোসাইনকে ক্রেস্ট এবং উপজেলা প্রশাসন কর্তৃক স্মরনসভা উপলক্ষে উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে ”বই পর্যালোচনা প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদেরকে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি।
মোতাহের হোসেন চৌধুরী লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের কাঞ্চনপুর গ্রামের সৈয়দ বাড়িতে জন্মগ্রহন করেন। তাঁর পিতা মরহুম সৈয়দ আবদুল মজিদ ও মাতা মরহুমা ফাতেমা খাতুন। মাতামহ কুমিল্লার বিখ্যাত দারোগা বাড়ির মৌলভী আশরাফ উদ্দিন। তার রচিত উল্লেখযোগ্য প্রবন্ধ গ্রস্থ ”সংস্কৃতি কথা”, অনুবাদ গ্রস্থ হচ্ছে ”সভ্যতা”, ”সুখ”। তিনি ১৯৫৬ সালের ১৮ সেপ্টেম্বও মৃত্যুবরন করেন।
স্মরন সভায় প্রধান অতিথি জেলা প্রশাসক রাজীব কুমার সরকার তাঁর বক্তব্যে বলেন- বাংলা সাহিত্যে মোতাহের হোসেন চৌধুরী মুক্তবুদ্ধি ও মননশীলতার লেখক ছিলেন। তার রচনায় সমাজ-সংস্কৃতি,ধর্মবর্ণ,মানবতাবোধ ফুটে উঠেছে। মোতাহের হোসেন চৌধুরীর জন্ম পরিচয়ে নোয়াখালী জেলার কাঞ্চনপুর গ্রাম উল্লেখ থাকায়, তাঁর জন্মস্থান বর্তমান লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপলোর কাঞ্চনপুর গ্রাম ছিল। এটি সবার অজানা ছিল। পরবর্তিতে চলতি বছর খোজখবর নিয়ে জানার পর গুগলে তাঁর জন্মস্থান পরবর্তন করা হয়েছে। এবং পাঠ্যপুস্তকে পরিবর্তনের প্রক্রিয়া চলছে। পাঠ্যপুস্তকে সংস্করনে পরিবর্তন করা হবে। আর তাঁর জন্মস্থান রামগঞ্জ উপজেলায় ১মবার মৃত্যু বার্ষিকী ও স্মরনসভা অনুষ্ঠিত হয়।

Tag :
জনপ্রিয়

শিক্ষা মন্ত্রণালয়ের আশ্বাসে অনশন ভঙ্গ ১৮ তম নিবন্ধন প্রত্যাশীরা

শরিফুল ইসলাম ভূঁইয়া, রামগঞ্জ

রামগঞ্জে প্রাবন্ধিক মোতাহের হোসেন চৌধুরীর স্মরণ সভা

প্রকাশিত ০৭:৫৫:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে লেখক, প্রাবন্ধিক ও চিন্তাবিদ মোতাহের হোসেন চৌধুরীর (১৯০৩-৫৬) ৬৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নিজ জন্মস্থানে স্মরন সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ স্মরন সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদ মোহাম্মদ রবিন শীষের সভাপতিত্বে স্মরনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা প্রশাসক রাজীব কুমার সরকার। আলোচক ছিলেন জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের গবেষক ও বিশেষজ্ঞ ড. কুদরত-ই-হুদা, দৈনিক যুগান্তর পত্রিকার সাহিত্য সম্পাদক কবি জুননু রাইন, লক্ষ্মীপুর জেলা সাহিত্য সংসদেও সাধারন সম্পাদক কবি গাজী গিয়াস উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেখক মোতাহের হোসেন চৌধুরীর পুত্র ক্যাপ্টেন সৈয়দ জাহিদ হোসাইন, রামগঞ্জ ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল বারী প্রমূখ। অনুষ্ঠান পরিচালনা করে উপজেলা মাধ্যমিক শিক্ষা একাডেমিক সুপারভাইজার শরীফুল্লাহ আল শামস। অনুষ্ঠান শেষে লেখক মোতাহের হোসেন চৌধুরীর পুত্র ক্যাপ্টেন সৈয়দ জাহিদ হোসাইনকে ক্রেস্ট এবং উপজেলা প্রশাসন কর্তৃক স্মরনসভা উপলক্ষে উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে ”বই পর্যালোচনা প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদেরকে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি।
মোতাহের হোসেন চৌধুরী লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের কাঞ্চনপুর গ্রামের সৈয়দ বাড়িতে জন্মগ্রহন করেন। তাঁর পিতা মরহুম সৈয়দ আবদুল মজিদ ও মাতা মরহুমা ফাতেমা খাতুন। মাতামহ কুমিল্লার বিখ্যাত দারোগা বাড়ির মৌলভী আশরাফ উদ্দিন। তার রচিত উল্লেখযোগ্য প্রবন্ধ গ্রস্থ ”সংস্কৃতি কথা”, অনুবাদ গ্রস্থ হচ্ছে ”সভ্যতা”, ”সুখ”। তিনি ১৯৫৬ সালের ১৮ সেপ্টেম্বও মৃত্যুবরন করেন।
স্মরন সভায় প্রধান অতিথি জেলা প্রশাসক রাজীব কুমার সরকার তাঁর বক্তব্যে বলেন- বাংলা সাহিত্যে মোতাহের হোসেন চৌধুরী মুক্তবুদ্ধি ও মননশীলতার লেখক ছিলেন। তার রচনায় সমাজ-সংস্কৃতি,ধর্মবর্ণ,মানবতাবোধ ফুটে উঠেছে। মোতাহের হোসেন চৌধুরীর জন্ম পরিচয়ে নোয়াখালী জেলার কাঞ্চনপুর গ্রাম উল্লেখ থাকায়, তাঁর জন্মস্থান বর্তমান লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপলোর কাঞ্চনপুর গ্রাম ছিল। এটি সবার অজানা ছিল। পরবর্তিতে চলতি বছর খোজখবর নিয়ে জানার পর গুগলে তাঁর জন্মস্থান পরবর্তন করা হয়েছে। এবং পাঠ্যপুস্তকে পরিবর্তনের প্রক্রিয়া চলছে। পাঠ্যপুস্তকে সংস্করনে পরিবর্তন করা হবে। আর তাঁর জন্মস্থান রামগঞ্জ উপজেলায় ১মবার মৃত্যু বার্ষিকী ও স্মরনসভা অনুষ্ঠিত হয়।