লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় ইসলামী আন্দোলন বাংলাদেশ রামগঞ্জ শাখার উদ্যোগে মহিলা ইউনিটের তালীম ও তারবিয়্যাত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে উপজেলার সোনাপুর ওয়াপদা সংলগ্ন মাহফুজুল কুরআন মাদ্রাসায় এ অনুষ্ঠান আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ রামগঞ্জ উপজেলা শাখার সভাপতি ডা. রফিকুল ইসলাম এবং সঞ্চালনায় সেক্রেটারি ডা. আব্দুর রহিম।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ নোয়াখালী জেলার সভাপতি মুফতি মুহাম্মদ আছেম সাহেব।
প্রধান আলোচকের বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ লক্ষ্মীপুর জেলা শাখার সহ-সভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ্ব জাকির হোসেন পাটওয়ারী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, লক্ষ্মীপুর জেলা মুজাহিদ কমিটির ছদর আলহাজ্ব রেজাউল করিম সেলিম আটিয়া, জেলা ইসলামী আন্দোলনের প্রচার ও দাওয়াহ সম্পাদক মাওলানা মাহমুদুল হাসান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, উপজেলা ইসলামী আন্দোলনের সহ-সভাপতি মুহাম্মদ মামুনুর রশিদ, হাজী মোহাম্মদ মহসিন, উপজেলা মুজাহিদ কমিটির সভাপতি মাওলানা কুতুবউদ্দিন আফসার এবং সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে নারীদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। বক্তারা বলেন, নারীদের ইসলামী শিক্ষা, আদর্শ ও তারবিয়্যতের মাধ্যমে গড়ে তোলাই সময়ের দাবি। ইসলামী আন্দোলনের এই ধারাবাহিক কার্যক্রম সমাজে পরিবর্তনের পথে একটি ইতিবাচক ধাপ বলে মন্তব্য করেন নেতৃবৃন্দ।