০৯:০৯ অপরাহ্ন, শনিবার, ০৮ নভেম্বর ২০২৫, ২৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
রাণীশংকৈল (ঠাকুরগাঁও), ১২ আগস্ট ২০২৫:

রাণীশংকৈলে সাংবাদিক মাসুদ রানার ওপর হামলার অভিযোগ, জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন

  • প্রকাশিত ০২:০৯:০০ পূর্বাহ্ন, বুধবার, ১৩ অগাস্ট ২০২৫
  • ১১৮ বার দেখা হয়েছে

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলের স্থানীয় সাংবাদিক ও মানবাধিকার কর্মী মো. মাসুদ রানা এবং মানবাধিকারকর্মী মো. আব্দুল হালিম তাঁদের ওপর সংঘবদ্ধ হামলা, অপহরণ, প্রাণনাশের হুমকি ও চাঁদাবাজির অভিযোগ তুলেছেন। মঙ্গলবার (১২ আগস্ট) দুপুরে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তাঁরা এসব অভিযোগ তুলে ধরেন।

সংবাদ সম্মেলনে সাংবাদিক মাসুদ রানা জানান, স্থানীয় স্বেচ্ছাসেবক লীগ নেতা আশরাফুল আলমের নেতৃত্বে একটি প্রভাবশালী চক্র দীর্ঘদিন ধরে তাঁদের পেশাগত এবং ব্যক্তিগত জীবনে নানাভাবে বাধা সৃষ্টি করে আসছে। তাঁর অভিযোগ, এর আগে অভিযুক্তদের একজন লিখিত অঙ্গীকারনামার মাধ্যমে এসব কর্মকাণ্ড থেকে বিরত থাকার প্রতিশ্রুতি দিলেও পরে তা ভঙ্গ করে আবারও একই অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে।

তিনি আরও জানান, গত ৩ জুলাই মানবাধিকারকর্মী মো. আব্দুল হালিমের ওপর পরিকল্পিতভাবে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা ও শারীরিকভাবে মারধরের ঘটনা ঘটে। এ ঘটনায় রাণীশংকৈল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে (মামলা নম্বর: জি.আর ৪/১১৭/২৫)।

ভুক্তভোগী মাসুদ রানা ও আব্দুল হালিম জানান, তাঁরা বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। তাঁদের দাবি, ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের দ্রুত আইনের আওতায় আনা এবং তাঁদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনকে কার্যকর ব্যবস্থা নিতে হবে।

Tag :
জনপ্রিয়

শিক্ষা মন্ত্রণালয়ের আশ্বাসে অনশন ভঙ্গ ১৮ তম নিবন্ধন প্রত্যাশীরা

রাণীশংকৈল (ঠাকুরগাঁও), ১২ আগস্ট ২০২৫:

রাণীশংকৈলে সাংবাদিক মাসুদ রানার ওপর হামলার অভিযোগ, জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন

প্রকাশিত ০২:০৯:০০ পূর্বাহ্ন, বুধবার, ১৩ অগাস্ট ২০২৫

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলের স্থানীয় সাংবাদিক ও মানবাধিকার কর্মী মো. মাসুদ রানা এবং মানবাধিকারকর্মী মো. আব্দুল হালিম তাঁদের ওপর সংঘবদ্ধ হামলা, অপহরণ, প্রাণনাশের হুমকি ও চাঁদাবাজির অভিযোগ তুলেছেন। মঙ্গলবার (১২ আগস্ট) দুপুরে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তাঁরা এসব অভিযোগ তুলে ধরেন।

সংবাদ সম্মেলনে সাংবাদিক মাসুদ রানা জানান, স্থানীয় স্বেচ্ছাসেবক লীগ নেতা আশরাফুল আলমের নেতৃত্বে একটি প্রভাবশালী চক্র দীর্ঘদিন ধরে তাঁদের পেশাগত এবং ব্যক্তিগত জীবনে নানাভাবে বাধা সৃষ্টি করে আসছে। তাঁর অভিযোগ, এর আগে অভিযুক্তদের একজন লিখিত অঙ্গীকারনামার মাধ্যমে এসব কর্মকাণ্ড থেকে বিরত থাকার প্রতিশ্রুতি দিলেও পরে তা ভঙ্গ করে আবারও একই অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে।

তিনি আরও জানান, গত ৩ জুলাই মানবাধিকারকর্মী মো. আব্দুল হালিমের ওপর পরিকল্পিতভাবে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা ও শারীরিকভাবে মারধরের ঘটনা ঘটে। এ ঘটনায় রাণীশংকৈল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে (মামলা নম্বর: জি.আর ৪/১১৭/২৫)।

ভুক্তভোগী মাসুদ রানা ও আব্দুল হালিম জানান, তাঁরা বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। তাঁদের দাবি, ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের দ্রুত আইনের আওতায় আনা এবং তাঁদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনকে কার্যকর ব্যবস্থা নিতে হবে।