বাগমারা প্রতিনিধি
রাজশাহী-৪ আসনের সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হককে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। সোমবার দুপুরে রাজধানীর আদাবর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র্যাবের একটি বিশেষ টিম।
র্যাব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং সহকারী পরিচালক আ ন ম ইমরান খান এই তথ্য জানান। র্যাব আরো জানায়, গত ৫ আগস্ট রাজশাহী বাগমারায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন ছাত্র-জনতার উপর হামলা ও আক্রমণের অভিযোগ উঠে রাজশাহী-৪ আসনের সাবেক সাংসদ সদস্য এনামুল হকের বিরুদ্ধে। সেই ঘটনার পর থেকে তিনি পলাতক ছিলেন। ঢাকায় তিনি আত্মগোপনে ছিলেন। খবর পেয়ে আদাবরের একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম বলেন, র্যাব সদস্যরা তাকে গ্রেপ্তার করে ঢাকার আদাবর থানায় হস্তান্তর করেছে। সেখান থেকে তাকে ঢাকার আদালতে তোলা হবে। সেখানে যদি রিমান্ড মুঞ্জুর করা হবে তাহলে তাকে রাজশাহীতে নেওয়া হবে। বাগমারা থানার একটি মামলায় তিনি এজাহারভুক্ত আসামী তাকে এই মামলায় গ্রেপ্তার দেখানো হতে পারে। তাকে রাজশাহী নিয়ে আসতে দুই/চারদিন লেগে যেতে পারে বলেও জানান ওসি।
এনামুল হক ২০০৮, ২০১৪ ও ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-৪ আসন থেকে বাংলাদেশ আওয়াামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন। তবে ২০২৪ সালে তিনি দলের মনোনয়ন বঞ্চিত হয়ে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করেন। এনামুল হক বাগমারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা কমিটির সদস্য। এছাড়াও তিনি এনা গ্রুপের চেয়ারম্যান।