শিক্ষকের মর্যাদা ও ন্যায্য দাবি আদায়ের জন্য ঐক্যবদ্ধ আন্দোলন ছাড়া বিকল্প নেই”
-বিভাগীয় প্রতিনিধি সম্মেলনে বক্তারা
সহকারী শিক্ষক এন্ট্রি পদে ১১তম গ্রেড প্রদান, শতভাগ বিভাগীয় পদোন্নতি ও উচ্চতর গ্রেড প্রাপ্তির জটিলতা নিরসনেশিক্ষকদের দাবি আদায় ও মর্যাদা প্রতিষ্ঠার লক্ষ্যে প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদ রাজশাহী-রংপুর বিভাগ-এর উদ্যোগে বগুড়ায় অনুষ্ঠিত হলো ‘রাজশাহী-রংপুর বিভাগীয়ক্ষ্যে প্রাথমিক শিক্ষক প্রতিনিধি সম্মেলন’।
আজ ০২ আগস্ট ২০২৫, শনিবার দুপুর ২টায় বগুড়া শহরের জেলা স্কুলের মুক্তিযোদ্ধা আমিনুল হক দুলাল অডিটোরিয়মে অনুষ্ঠিত প্রতিনিধি সম্মেলনে সভাপতিত্ব করেন বগুড়া জেলা কমিটির সভাপতি মো: রাসেল কবির। প্রতিনিধি সম্মেলনে বক্তব্য রাখেন ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির আহবায়ক তপন কুমার মন্ডল, শাহিনুর আলামিন, মোছা: শাহিনুর আকতার, মো: আনিছুর রহমান, মোছা: সাবেরা বেগম, অজিত পাল, নুর আলম, জহিরুল ইসলাম প্রমূখ। এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয়, বিভাগীয় এবং স্থানীয় নেতৃবৃন্দ।
প্রতিনিধি সম্মেলনে নেতৃবৃন্দ বলেন, আগামী ৩০ আগস্ট ঢাকায় অনুষ্ঠিতব্য মহাসমাবেশকে সফল করতে এ প্রতিনিধি প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে বক্তারা বলেন, শিক্ষকের মর্যাদা ও ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে আমাদের ঐক্যবদ্ধ আন্দোলন ছাড়া আর কোন বিকল্প নেই।