বুকে বুক মিলে যদি হয় একাকার
এই খানে এসে থেমে যায় নদী
পালে তোলা ঢেউ নৌকার জীবন
বহতা ঝর্ণায় পাহাড়ী কান্না|
থেমে যায় হিংসা-বিবাদ
ঝরা পাতার মতো একাকী জীবন
চায়ের কাপে চুমুকে তোলা ঝড়
শীতল হয়ে আসে সকল জীর্নতা।
যদি বুকে বুক মিলে যায়
জোনাকীরাও ফিরে আসে
চাঁদের আলোয় দেখে অবাক পৃথিবী
ঘরময় জেগে ওঠে নতুন বিস্ময়।
মেঘের কান্না থেমে গেলে: আকাশ-
সকালের ঘাসে রদ্দুর হয়ে ফোটে
ছায়া হয়ে হেমন্তের দুপুরে
নতুন ধানের গন্ধ ছাড়ায়।
হিজল লতার মতো একদিন
অবশেষে যদি তুমি-আমি জড়িয়ে যাই
থেমে যাবে বুকের অনবরত রক্ত প্রবাহ
সব শিরা-উপশিরা হয়ে যাবে স্থির।
দিনের আলো শেষে নেমে এলে অন্ধকার
বুকের নিঃশ্বাস ফেলে নিঃশব্দে চিরদিন
তোমার মতো একটা বুক চাই।








