ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি ও ফেনী সমিতি – ঢাকার আজীবন সদস্য রফিকুল আলম মজনু বলেছেন, ঢাকায় ফেনীর অনেক ভিআইপি, সিআইপি, শিল্পপতি, সম্পাদক সিনিয়র সাংবাদিক, সচিব সহ সকল শ্রেনী ও পেশার লোক বসবাস করেন। তাদের মধ্য থেকে ভালো ও যোগ্য লোক নিয়ে একটি আধুনিক, সমৃদ্ধ ফেনী সমিতি – ঢাকা গড়ুন। আমি পাশে থাকবো। সহযোগিতা করে যাবো। গতকাল ২৪ ফেব্রুয়ারী ২০২৫ বিকালে ফেনী সমিতি মিলনায়তনে, ফেনী সমিতি – ঢাকা পুনর্গঠন এর লক্ষ্যে আয়োজিত এক মতবিনিময় সভায় বক্তব্য রাখছিলেন। মজনু আরো বলেন, আমি ফেনী সমিতির কর্মকাণ্ডে কোনো রুপ হস্তক্ষেপ করবোনা। সভায় অন্যান্যদেরমধ্যে বক্তব্য রাখেন সর্বজনাব বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক জয়নাল আবেদীন ( ভিপি), কামাল উদ্দিন সবুজ সম্পাদক দেশ রুপান্তর, আব্দুল্লাহ চৌধুরী, কাওসার আহমেদ, ফজলুল করিম চৌধুরী স্বপন, এনামুল হক এনাম, নুরুল আমিন ভূঁইয়া বাদশাহ, এয়াকুব নবী, কফিন উদ্দিন, মেজবাহ উদ্দিন সাঈদ প্রমুখ। অধ্যাপক জয়নাল আবেদীন বলেন , আমরা বিগত ১৫ বছর এই সমিতিতে আসতে পারি নাই। এখন থেকে দাওয়াত পেলেই আসবো এবং সম্ভব সব রকম সহযোগীতা করবো।
১০:২৪ পূর্বাহ্ন, শনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ২২ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম