১১:০৪ অপরাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ৩১ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

যৌথ বাহিনীর অভিযানে সরকারি ২০ টন গম জব্দ: পিরোজপুরে ফুড প্রোডাক্টস মিল সিলগালা ও এক লাখ টাকা জরিমানা

  • প্রকাশিত ১১:২১:৩৯ অপরাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫
  • ২৬ বার দেখা হয়েছে

মোঃ নাঈম তালুকদার, পিরোজপুর প্রতিনিধি:
পিরোজপুর সদর উপজেলার বড় ভাইজোড়া এলাকায় যৌথ বাহিনীর অভিযানে সরকারি বস্তাবন্দি ২০ টন গম জব্দ করা হয়েছে। এ ঘটনায় হাওলাদার ফুড প্রোডাক্টস মিলকে এক লাখ টাকা অর্থদণ্ড অনাদায়ে ২০ দিনের কারাদণ্ডে দণ্ডিত করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

রবিবার (১৪ সেপ্টেম্বর ২০২৫) দুপুর ১২টা ২০ মিনিটে পিরোজপুর সদর আর্মি ক্যাম্পের উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মিনহাজুল ইসলাম। তার সঙ্গে ছিলেন ক্যাপ্টেন সাহিদ ইকবাল সান ও পুলিশ সদস্যরা।

অভিযানকালে হাওলাদার ফুড প্রোডাক্টস মিলে সরকারি বস্তায় মোড়ানো বিপুল পরিমাণ গম মজুদ পাওয়া যায়। উপস্থিত শ্রমিকরা কোনো বৈধ কাগজপত্র দেখাতে না পারায় এবং মিলের মালিক ও ম্যানেজার অনুপস্থিত থাকায় তাৎক্ষণিকভাবে মিলটি সিলগালা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

পরে মালিক ও ম্যানেজারকে পরদিন (১৫ সেপ্টেম্বর) সকাল ১০টার মধ্যে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়। কিন্তু তারা না আসায় সোমবার দুপুর ১২টা ৩০ মিনিটে পুনরায় অভিযান পরিচালনা করা হয়, তারা বৈধ কোনো কাগজপত্র উপস্থাপন করতে ব্যর্থ হন। এ অবস্থায় মোবাইল কোর্ট পরিচালনা করে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০১৩ এর ৩৮/৫৮ ধারা অনুযায়ী এক লাখ টাকা অর্থদণ্ড অনাদায়ে ২০ দিনের কারাদণ্ড প্রদান করা হয়।

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, টিসিবির পণ্য কোনো অবস্থাতেই অবৈধভাবে মজুদ করে বাজারে বিক্রি করতে দেওয়া হবে না। জনগণের অধিকার রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Tag :
জনপ্রিয়

যৌথ বাহিনীর অভিযানে সরকারি ২০ টন গম জব্দ: পিরোজপুরে ফুড প্রোডাক্টস মিল সিলগালা ও এক লাখ টাকা জরিমানা

যৌথ বাহিনীর অভিযানে সরকারি ২০ টন গম জব্দ: পিরোজপুরে ফুড প্রোডাক্টস মিল সিলগালা ও এক লাখ টাকা জরিমানা

প্রকাশিত ১১:২১:৩৯ অপরাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫

মোঃ নাঈম তালুকদার, পিরোজপুর প্রতিনিধি:
পিরোজপুর সদর উপজেলার বড় ভাইজোড়া এলাকায় যৌথ বাহিনীর অভিযানে সরকারি বস্তাবন্দি ২০ টন গম জব্দ করা হয়েছে। এ ঘটনায় হাওলাদার ফুড প্রোডাক্টস মিলকে এক লাখ টাকা অর্থদণ্ড অনাদায়ে ২০ দিনের কারাদণ্ডে দণ্ডিত করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

রবিবার (১৪ সেপ্টেম্বর ২০২৫) দুপুর ১২টা ২০ মিনিটে পিরোজপুর সদর আর্মি ক্যাম্পের উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মিনহাজুল ইসলাম। তার সঙ্গে ছিলেন ক্যাপ্টেন সাহিদ ইকবাল সান ও পুলিশ সদস্যরা।

অভিযানকালে হাওলাদার ফুড প্রোডাক্টস মিলে সরকারি বস্তায় মোড়ানো বিপুল পরিমাণ গম মজুদ পাওয়া যায়। উপস্থিত শ্রমিকরা কোনো বৈধ কাগজপত্র দেখাতে না পারায় এবং মিলের মালিক ও ম্যানেজার অনুপস্থিত থাকায় তাৎক্ষণিকভাবে মিলটি সিলগালা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

পরে মালিক ও ম্যানেজারকে পরদিন (১৫ সেপ্টেম্বর) সকাল ১০টার মধ্যে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়। কিন্তু তারা না আসায় সোমবার দুপুর ১২টা ৩০ মিনিটে পুনরায় অভিযান পরিচালনা করা হয়, তারা বৈধ কোনো কাগজপত্র উপস্থাপন করতে ব্যর্থ হন। এ অবস্থায় মোবাইল কোর্ট পরিচালনা করে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০১৩ এর ৩৮/৫৮ ধারা অনুযায়ী এক লাখ টাকা অর্থদণ্ড অনাদায়ে ২০ দিনের কারাদণ্ড প্রদান করা হয়।

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, টিসিবির পণ্য কোনো অবস্থাতেই অবৈধভাবে মজুদ করে বাজারে বিক্রি করতে দেওয়া হবে না। জনগণের অধিকার রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।