স্বদেশ বিচিত্রা প্রতিবেদক : শেরপুরের নকলায় চলমান এসএসসি ও সমমান পরীক্ষার প্রথম দিনে মেয়েকে পরীক্ষার কেন্দ্রে দিয়ে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় এক শিক্ষার্থীর মা নিহত হয়েছেন।
আজ বৃহস্পতিবার দুপুর ১২টায় উপজেলার চর বসন্তি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত নারী শিরিনা বেগম (৩৮)। সে নকলা উপজেলার চরঅষ্টোধর ইউনিয়নের রেহারচর গ্রামের সোহেল রানার স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ বৃহস্পতিবার সকালে মেয়েকে কেন্দ্রে দিয়ে বাড়ি ফেরার পথে উপজেলার চর বসন্তি নামক স্থানে অটোরিকশার ধাক্কায় গুরুতর আহত হন শিরিনা বেগম। পরে তাকে উদ্ধার করে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা চলমান রয়েছে।
স্বদেশ বিচিত্রা/এআর