জামালপুরে মেলান্দহ উপজেলার চর গোবিন্দী গ্রামের গোলাম মোস্তফার ছেলে বঙ্গবন্ধু হাই স্কুলের ৯ম শ্রেণী পড়ুয়া ছাত্র শাওনের নিখোঁজের ৫ দিন পর মাহমুদপুর ইউনিয়নের কেকরা নদী থেকে গত ২৮ ডিসেম্বর মরদেহ উদ্ধার করে মেলান্দহ থানা পুলিশ। এ ব্যাপারে মেলান্দহ থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার আজিজপুর গ্রামের জাহিদুল ইসলামের ছেলে মোঃ বিদ্যুৎ কে আটক করে মেলান্দহ থানায় নিয়ে আসে এবং বিভিন্ন তথ্যের ভিত্তিতে তাকে জিজ্ঞাসা করলে সঙ্গে থাকা আরোও বাকি দুজন মাদারগঞ্জ উপজেলার ধলির বন্ধ গ্রামের আলিমুদ্দিন প্রামানিকের ছেলে মোঃ ইসমাইল ও একই গ্রামের শফিকুল ইসলামের ছেলে সুমন ইসলাম আনন্দ কে গত ২৮ ডিসেম্বর থানা পুলিশ গ্রেফতার করতে সক্ষম হয়। বর্তমানে গ্রেফতারকৃত তিনজনকে আদালতের সোপর্দ করা হয়। এ বিষয়ে মেলান্দহ থানা অফিসার ইনচার্জ মোঃ মাসুদুজ্জামান কে জিজ্ঞাসা করলে তিনি উক্ত বিষয়ে হত্যা মামলা হয়েছে বলে গণমাধ্যম কর্মীদেরকে জানান।
০৬:০২ পূর্বাহ্ন, শনিবার, ০৮ নভেম্বর ২০২৫, ২৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম












