১০:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫, ২৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

মূল্যস্ফীতি কমছে, বললেন গভর্নর

  • প্রকাশিত ০৭:১৮:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ মে ২০২৫
  • ৪ বার দেখা হয়েছে

স্বদেশ বিচিত্রা অর্থনীতি ডেস্ক : দেশের মূল্যস্ফীতি কমছে এবং সরকারের ধারাবাহিক নীতি ও প্রচেষ্টা অব্যাহত থাকলে আগামী দিনে তা ৪ থেকে ৫ শতাংশে নামিয়ে আনা অসম্ভব হবে না বলে মন্তব্য করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর।

বৃহস্পতিবার (৮ মে) রাজধানীর বাংলা একাডেমি প্রাঙ্গণে আয়োজিত ‘ব্যাংকার-এসএমই নারী উদ্যোক্তা সমাবেশ, পণ্য প্রদর্শনী ও মেলার’ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

গভর্নর বলেন, ‘আমরা যদি একদিকে টাকা ছাপাই, আর অপরদিকে বলি মূল্যস্ফীতি কমছে না— তাহলে চলবে না। আমাদের এ বিষয়ে কঠোর অবস্থানে থাকতে হবে। ইতোমধ্যে খাদ্য মূল্যস্ফীতি সাড়ে ১৪ শতাংশ থেকে সাড়ে ৮ শতাংশে নেমে এসেছে এবং খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতিও সাড়ে ১২ শতাংশ থেকে ৯ শতাংশের আশেপাশে এসেছে। ধাপে ধাপে আরও কমে আসবে বলেই আমি আশাবাদী।’

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সাম্প্রতিক তথ্যে দেখা গেছে, এপ্রিল মাসে সার্বিক মূল্যস্ফীতি হয়েছে ৯.১৭ শতাংশ, যা আগের মাসে ছিল ৯.৩৫ শতাংশ।

নারী উদ্যোক্তাদের প্রসঙ্গে গভর্নর বলেন, ‘নারীদের সাংবিধানিক অধিকার থাকলেও বাস্তবে তারা সেটি পাচ্ছেন না। ঋণ প্রাপ্তিতে এখনও নানা প্রতিবন্ধকতা রয়েছে।’ বর্তমানে ব্যাংক খাতে মোট ঋণের মাত্র ৬ শতাংশ নারীদের মধ্যে বিতরণ হচ্ছে— যা অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, ‘নারীদের ঋণ দিতে হবে ব্যাংকগুলোর নিজস্ব তহবিল থেকে, কেন্দ্রীয় ব্যাংকের তহবিলের ওপর নির্ভর না করে। কারণ, সেখান থেকে ঋণ দিলে নতুন টাকা তৈরি করতে হয়, যা মূল্যস্ফীতির জন্য ঝুঁকিপূর্ণ।’

চার দিনব্যাপী এ মেলায় দেশের বিভিন্ন জেলা থেকে ৬৮ জন নারী উদ্যোক্তা অংশ নিয়েছেন। ১১ মে পর্যন্ত মেলা চলবে। সমাপনী দিনে ৬ জন উদ্যোক্তাকে সম্মাননা প্রদান করা হবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নুরুন নাহার, নির্বাহী পরিচালক মো. খসরু পারভেজ, সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মাসরুর আরেফিন এবং এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস বিভাগের পরিচালক নওশাদ মোস্তফা।

সিটি ব্যাংকের এমডি মাসরুর আরেফিন বলেন, ‘নারী উদ্যোক্তাদের জন্য এসএমই কার্যক্রম বিস্তারে ব্যাংকগুলোর শীর্ষ পর্যায়ে উদ্যোগ বাড়ানো জরুরি।’

উল্লেখ্য, ২০১৪ থেকে ২০২০ সাল পর্যন্ত বাংলাদেশ ব্যাংক এই মেলার আয়োজন করলেও করোনা পরিস্থিতির কারণে তা বন্ধ ছিল। চার বছর পর আবারও এ আয়োজনের মধ্য দিয়ে নারী উদ্যোক্তাদের আর্থিক অন্তর্ভুক্তির লক্ষ্যে নতুন পদক্ষেপ নেওয়া হলো।
স্বদেশ বিচিত্রা/এআর

Tag :
জনপ্রিয়

আওয়ামী লীগের বিরুদ্ধে মানুষ ৫ই আগস্টেই রায় দিয়েছে -এবি পার্টির ভাইস চেয়ারম্যান

মূল্যস্ফীতি কমছে, বললেন গভর্নর

প্রকাশিত ০৭:১৮:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ মে ২০২৫

স্বদেশ বিচিত্রা অর্থনীতি ডেস্ক : দেশের মূল্যস্ফীতি কমছে এবং সরকারের ধারাবাহিক নীতি ও প্রচেষ্টা অব্যাহত থাকলে আগামী দিনে তা ৪ থেকে ৫ শতাংশে নামিয়ে আনা অসম্ভব হবে না বলে মন্তব্য করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর।

বৃহস্পতিবার (৮ মে) রাজধানীর বাংলা একাডেমি প্রাঙ্গণে আয়োজিত ‘ব্যাংকার-এসএমই নারী উদ্যোক্তা সমাবেশ, পণ্য প্রদর্শনী ও মেলার’ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

গভর্নর বলেন, ‘আমরা যদি একদিকে টাকা ছাপাই, আর অপরদিকে বলি মূল্যস্ফীতি কমছে না— তাহলে চলবে না। আমাদের এ বিষয়ে কঠোর অবস্থানে থাকতে হবে। ইতোমধ্যে খাদ্য মূল্যস্ফীতি সাড়ে ১৪ শতাংশ থেকে সাড়ে ৮ শতাংশে নেমে এসেছে এবং খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতিও সাড়ে ১২ শতাংশ থেকে ৯ শতাংশের আশেপাশে এসেছে। ধাপে ধাপে আরও কমে আসবে বলেই আমি আশাবাদী।’

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সাম্প্রতিক তথ্যে দেখা গেছে, এপ্রিল মাসে সার্বিক মূল্যস্ফীতি হয়েছে ৯.১৭ শতাংশ, যা আগের মাসে ছিল ৯.৩৫ শতাংশ।

নারী উদ্যোক্তাদের প্রসঙ্গে গভর্নর বলেন, ‘নারীদের সাংবিধানিক অধিকার থাকলেও বাস্তবে তারা সেটি পাচ্ছেন না। ঋণ প্রাপ্তিতে এখনও নানা প্রতিবন্ধকতা রয়েছে।’ বর্তমানে ব্যাংক খাতে মোট ঋণের মাত্র ৬ শতাংশ নারীদের মধ্যে বিতরণ হচ্ছে— যা অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, ‘নারীদের ঋণ দিতে হবে ব্যাংকগুলোর নিজস্ব তহবিল থেকে, কেন্দ্রীয় ব্যাংকের তহবিলের ওপর নির্ভর না করে। কারণ, সেখান থেকে ঋণ দিলে নতুন টাকা তৈরি করতে হয়, যা মূল্যস্ফীতির জন্য ঝুঁকিপূর্ণ।’

চার দিনব্যাপী এ মেলায় দেশের বিভিন্ন জেলা থেকে ৬৮ জন নারী উদ্যোক্তা অংশ নিয়েছেন। ১১ মে পর্যন্ত মেলা চলবে। সমাপনী দিনে ৬ জন উদ্যোক্তাকে সম্মাননা প্রদান করা হবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নুরুন নাহার, নির্বাহী পরিচালক মো. খসরু পারভেজ, সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মাসরুর আরেফিন এবং এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস বিভাগের পরিচালক নওশাদ মোস্তফা।

সিটি ব্যাংকের এমডি মাসরুর আরেফিন বলেন, ‘নারী উদ্যোক্তাদের জন্য এসএমই কার্যক্রম বিস্তারে ব্যাংকগুলোর শীর্ষ পর্যায়ে উদ্যোগ বাড়ানো জরুরি।’

উল্লেখ্য, ২০১৪ থেকে ২০২০ সাল পর্যন্ত বাংলাদেশ ব্যাংক এই মেলার আয়োজন করলেও করোনা পরিস্থিতির কারণে তা বন্ধ ছিল। চার বছর পর আবারও এ আয়োজনের মধ্য দিয়ে নারী উদ্যোক্তাদের আর্থিক অন্তর্ভুক্তির লক্ষ্যে নতুন পদক্ষেপ নেওয়া হলো।
স্বদেশ বিচিত্রা/এআর