মুহাম্মদ ফরিদ উদ্দীন, সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি।
চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের সাতকানিয়া উপজেলার মৌলভীর দোকানের দক্ষিণ পাশে ডি বি এম ব্রিকফিল্ডের সামনে কাভার্ডভ্যানের চাপায় মাহফুজুর রহমান (২৯) নামে এক মোটরসাইকেল আরোহীর নিহত হয়েছে। শনিবার (১৬ নভেম্বর ২৪ ইং) দুপুর সাড়ে ১২টার দিকে।
নিহত মাহফুজুর রহমান মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান থানার মাদিয়াপাড়া গ্রামের বাসিন্দা বলে জানা যায়। তিনি একটি টোব্যাকো কোম্পানির বিক্রয় প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, মাহফুজ কেরানিহাট থেকে সাতকানিয়া আসছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যান (ঢাকা মেট্রো ট-১৮-১৭০৭) তার মোটরসাইকেল( ঢাকা মেট্টো-হ-৩০-৫৬৭৮ এর আরহী মাহফুজকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন।
দোহাজারী হাইওয়ে থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে।
দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা জানান, কাভার্ডভ্যানের চাপায় একজন মোটরসাইকেল আরোহীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। কাভার্ডভ্যানটি আটক করলেও চালক পালিয়ে যায়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।