ভুমি অধিদপ্তরে আউটসোর্সিং নিয়োগে ঘুষ লেনদেনের অভিযোগ। ই ডিএল এম এস প্রকল্পে আউটসোর্সিং খাতে জনবল নিয়োগে আউটসোর্সিং কোম্পানির সাথে যোগ সাজসে লাখ লাখ টাকা ঘুষ লেনদেনের অভিযোগ সহ ঘুষ নিয়ে নিয়োগপত্র দিয়েও যোগদান করতে পারছেনা অনেকে। মোঃ ওহিদুজ্জামান নামে জনৈক ব্যক্তি অভিযোগ করেছেন ই ডিএল এম এস প্রকল্পের পিডি বরাবর। তিনি অভিযোগে উল্লেখ করেন ভুমি অধিদপ্তরে অধিন একটি প্রকল্প ই ডিএল এম এস।ওই প্রকল্পে আউটসোর্সিং খাতে জনবল নিয়োগের টেন্ডার পায় স্টেট সার্ভিস লিমিটেড। বিভিন্ন জেলায় চেইন ম্যানসন অন্যান্য কয়েকটি পদে জনবল সরবরাহ করবে ওই কোম্পানি। অভিযোগে জানা যায়, স্টেট সার্ভিস লিমিটেড অভিযোগকারী ওহিদুজ্জামানর আবেদনের প্রেক্ষিতে কুষ্টিয়া জেলায় চেইন ম্যান পদে নিয়োগের জন্য নির্বাচিত করেছে বলে তাকে জানায় ওই জনবল সরবরাহকারি প্রতিষ্ঠানএকই সাথে জানায় এই পদে নিয়োগ পেতে হলে দুই লাখ ৪৫ হাজার টাকা ঘুষ দিতে হবে। তাদের কথামত অভিযোগকারী ফার্মের নির্ধারিত ইসলামী ব্যাংকের ধানমন্ডি শাখায় হিসাব নং ২০৫০২০৫০২০১৪৪৫৪১০ ,৩ মে ২০২৩ তারিখ দুই লাখ টাকা জমা দেয় এবং বাকি ৪৫ হাজার টাকা নগদ ওই কোম্পানির কর্মকর্তা জাকিরের নিকট দিলে তাকে নিয়োগপত্র দেয় এবং পরের সপ্তাহে যোগদান করতে বলে।কথা মত ওহিদুজ্জামান নির্ধারিত তারিখে যোগদান করতে গেলে আবার বলে পরের সপ্তাহে আসতে এভাবে একের পর এক তারিখ দিতে থাকে।উপায়ান্ত না দেখে ৪ জুন ২০২৫ তারিখ ওই প্রকল্পের পিডি বরাবর প্রতিকার চেয়ে অভিযোগ করেন। অভিযোগকারী ওহিদুজ্জামান এই প্রতিবেদকে বলেন প্রকল্পসংশ্লিষ্ট কর্মকর্তা ও আউটসোর্সিং ফার্মের মালিক পক্ষ যোগ সাজসে চাকরি দেওয়ার নামে বহু মানুষের নিকট থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে। অনেকে আছে চাকরি পাওয়ার আশায় একমাত্র সম্বল বসত ভিটা বিক্রি করে তাদের হাতে টাকা দিয়েও চাকরি না পেয়ে বস্তিতে আশ্রয় নিয়েছে।
০৮:৪২ পূর্বাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫, ১৫ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম