১০:৪০ অপরাহ্ন, শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
সৃজনেঃ সান্তনু দাস

ভালো হয়ে যাও

  • প্রকাশিত ১২:২৪:২১ পূর্বাহ্ন, সোমবার, ৩১ মার্চ ২০২৫
  • ২২ বার দেখা হয়েছে

শিরোনামঃ ভালো হয়ে যাও
সৃজনেঃ সান্তনু দাস

ভালো হয়ে যাও, ও বন্ধু আমার,
এখনো সময় আছে যে ফেরার।
নরম রোদ্দুর, শিশির ভেজা ঘাস,
সত্যের পথে এগিয়ে চলো আজ।

ভুলের পথের ধুলো মুছে ফেলে,
নতুন আলোয় জেগে ওঠো মেলে।
বিবেক যদি বলে, “এ পথ নয় ঠিক,”
সত্যের রঙে রাঙিয়ে নাও দিক।

লোভ, হিংসা, আর ঈর্ষার ছায়া,
সৃষ্টির জন‍্যে থাকে না একটু মায়া।
মনের মাঝে রেখো একটুখানি,
মানবতার দীপ জ্বেলে আনি।

ভালোবাসা দাও, ভালোবাসা নাও,
জীবনটাকে ভারী সুন্দর বানাও।
ভালো হলে পুরো পৃথিবী হাসবে,
তোমার নামও সবার হৃদয়ে ভাসবে।

Tag :

টঙ্গীতে ভাড়াটিয়ার মাদক কারবার বন্ধের নির্দেশ প্রদান করায় বাড়িওয়ালাকে কুপিয়ে জখম করলো ভাড়াটিয়া

সৃজনেঃ সান্তনু দাস

ভালো হয়ে যাও

প্রকাশিত ১২:২৪:২১ পূর্বাহ্ন, সোমবার, ৩১ মার্চ ২০২৫

শিরোনামঃ ভালো হয়ে যাও
সৃজনেঃ সান্তনু দাস

ভালো হয়ে যাও, ও বন্ধু আমার,
এখনো সময় আছে যে ফেরার।
নরম রোদ্দুর, শিশির ভেজা ঘাস,
সত্যের পথে এগিয়ে চলো আজ।

ভুলের পথের ধুলো মুছে ফেলে,
নতুন আলোয় জেগে ওঠো মেলে।
বিবেক যদি বলে, “এ পথ নয় ঠিক,”
সত্যের রঙে রাঙিয়ে নাও দিক।

লোভ, হিংসা, আর ঈর্ষার ছায়া,
সৃষ্টির জন‍্যে থাকে না একটু মায়া।
মনের মাঝে রেখো একটুখানি,
মানবতার দীপ জ্বেলে আনি।

ভালোবাসা দাও, ভালোবাসা নাও,
জীবনটাকে ভারী সুন্দর বানাও।
ভালো হলে পুরো পৃথিবী হাসবে,
তোমার নামও সবার হৃদয়ে ভাসবে।