০৮:৫২ পূর্বাহ্ন, শনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ২২ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
মো: আব্দুর রশিদ পটুয়াখালী। পটুয়াখালী জেলা প্রতিনিধি।

বুয়েট ছাত্র শহীদ আবরার ফাহাদ স্মরণে পটুয়াখালী সরকারি কলেজ ছাত্রদলের স্মরণ সভা ও মৌন মিছিল।

  • প্রকাশিত ১২:২৮:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ অক্টোবর ২০২৪
  • ২০২ বার দেখা হয়েছে

গত ৬ অক্টোবর বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের কর্মসূচির ঘোষণা অনুযায়ী ৭ অক্টোবর পটুয়াখালী সরকারি কলেজ ছাত্রদল বুয়েটের মেধাবী ছাত্র শহীদ আবরার ফাহাদ স্মরণে ৫ম মৃত্যুবার্ষিকী স্মরণসভা ও মৌন মিছিলের আয়োজন করে। উল্লেখ্য বিগত ফ্যাসিস্ট হাসিনার শাসনামলে ২০১৯ সালের ৬ই অক্টোবর দিবাগত রাতে বুয়েটের শেরেবাংলা হলে ছাত্রলীগের একদল নেতা-কর্মীর নির্মম নির্যাতনে নিহত হন আবরার ফাহাদ। আরার ফাহাদ ছিলেন বুয়েটের তড়িৎ প্রকৌশল বিভাগের মেধাবী ছাত্র।
উক্ত সরণ সভায় প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা ছাত্রদলের আহ্বায়ক মো: মেহেদী হাসান শামীম চৌধুরী ও সদস্য সচিব জাকারিয়া আহমেদ। সাইদুর রহমান সাইদি আহবায়ক পটুয়াখালী জেলা আইন ছাত্র ফোরাম, আল-আমিন হাওলাদার যুগ্ম আহবায়ক জেলা ছাত্রদল, কাইয়ুম শিকদার ভারপ্রাপ্ত আহবায়ক সদর উপজেলা ছাত্রদল ও সরকারি কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দ। স্মরণসভা শেষে তারা নিরাপদ ও মুক্তবুদ্ধি চর্চার গণতান্ত্রিক ক্যাম্পাসের দাবিতে একটি মৌন মিছিল বের করে কলেজের বিভিন্ন ক্যাম্পাস প্রদক্ষিণ করেন। উপস্থিত ছাত্র জনতা মেধাবী ছাত্র শহীদ আবরার ফাহাদের হত্যাকাণ্ডের সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তির দাবি জানান।

Tag :

টঙ্গীতে ভাড়াটিয়ার মাদক কারবার বন্ধের নির্দেশ প্রদান করায় বাড়িওয়ালাকে কুপিয়ে জখম করলো ভাড়াটিয়া

মো: আব্দুর রশিদ পটুয়াখালী। পটুয়াখালী জেলা প্রতিনিধি।

বুয়েট ছাত্র শহীদ আবরার ফাহাদ স্মরণে পটুয়াখালী সরকারি কলেজ ছাত্রদলের স্মরণ সভা ও মৌন মিছিল।

প্রকাশিত ১২:২৮:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ অক্টোবর ২০২৪

গত ৬ অক্টোবর বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের কর্মসূচির ঘোষণা অনুযায়ী ৭ অক্টোবর পটুয়াখালী সরকারি কলেজ ছাত্রদল বুয়েটের মেধাবী ছাত্র শহীদ আবরার ফাহাদ স্মরণে ৫ম মৃত্যুবার্ষিকী স্মরণসভা ও মৌন মিছিলের আয়োজন করে। উল্লেখ্য বিগত ফ্যাসিস্ট হাসিনার শাসনামলে ২০১৯ সালের ৬ই অক্টোবর দিবাগত রাতে বুয়েটের শেরেবাংলা হলে ছাত্রলীগের একদল নেতা-কর্মীর নির্মম নির্যাতনে নিহত হন আবরার ফাহাদ। আরার ফাহাদ ছিলেন বুয়েটের তড়িৎ প্রকৌশল বিভাগের মেধাবী ছাত্র।
উক্ত সরণ সভায় প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা ছাত্রদলের আহ্বায়ক মো: মেহেদী হাসান শামীম চৌধুরী ও সদস্য সচিব জাকারিয়া আহমেদ। সাইদুর রহমান সাইদি আহবায়ক পটুয়াখালী জেলা আইন ছাত্র ফোরাম, আল-আমিন হাওলাদার যুগ্ম আহবায়ক জেলা ছাত্রদল, কাইয়ুম শিকদার ভারপ্রাপ্ত আহবায়ক সদর উপজেলা ছাত্রদল ও সরকারি কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দ। স্মরণসভা শেষে তারা নিরাপদ ও মুক্তবুদ্ধি চর্চার গণতান্ত্রিক ক্যাম্পাসের দাবিতে একটি মৌন মিছিল বের করে কলেজের বিভিন্ন ক্যাম্পাস প্রদক্ষিণ করেন। উপস্থিত ছাত্র জনতা মেধাবী ছাত্র শহীদ আবরার ফাহাদের হত্যাকাণ্ডের সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তির দাবি জানান।