বিশ্ব কবি রবিন্দ্রনাথ ঠাকুরের ১৬৪ তম জন্মবার্ষিকী আজ,
বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের১৬৪ তম জন্মবার্ষিকী আজ উদযাপন উপলক্ষ্যে ভৈরবে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ৮ মে, ভৈরব কিশোরগঞ্জ বিশ্ব কবি রবিন্দ্রনাথ ঠাকুরের ১৬৪ তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে ভৈরবে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে ।
স্থানীয় উপজেলা প্রশাসনের আয়োজনে আজ বৃহস্পতিবার সকালে উপজেলা মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা শবনম শারমিনের সভাপতিত্বে রবিন্দ্রনাথ ও বাংলাদেশ প্রতিপাদ্যে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,
উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মোঃ আজহারুল ইসলাম, শিক্ষা কর্মকর্তা আবুল হোসেন ও ছিদ্দিকুর রহমান, প্রকৌশলী ইসতিয়াক আহমেদ, সমাজ সেবা কর্মকর্তা রিফাত জাহান ত্রপা,যুব উন্নয়ন কর্মকর্তা জলি বদন তৈয়বা প্রমূখ।
বক্তাগন বলেন রবিন্দ্র চর্চাসহ বর্তমান সময়ে পাঠ্য পুস্তক পাঠ করা আগের চেয়ে কমতি লক্ষ করাগেছে,তাই এই বিষয়ে আরো গুরুত্ব দেওয়ার আহবান জানান।
এ সময় বাংলাদেশ মফস্বর সাংবাদিক ইউনিয়ন ভৈরব উপজেলা শাখার একটি টিম উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে রবিন্দ্রনাথের উপর সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।