কোরিয়া, চীন, জাপান, অস্ট্রেলিয়া, ভারতসহ বিভিন্ন দেশের প্রায় ৭০ ব্যবসায়ী ও প্রতিষ্ঠানের প্রতিনিধিরা চট্টগ্রামের মিরসরাইয়ের ন্যাশনাল স্পেশাল ইকোনমিক জোন (এন এসইজেড) পরিদর্শন করেছেন।
বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট-২০২৫ এর প্রথম দিন সোমবার (৭ এপ্রিল) তারা পরিদর্শন করেন। সকালে ঢাকা থেকে বিশেষ একটি বিমানযোগে চট্টগ্রামে পৌঁছান। সেখান থেকে তারা সরজমিন জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করেন ।
প্রধান উপদেষ্টা ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য জানান।
দিনব্যাপী এই সফরের মাধ্যমে তারা অর্থনৈতিক অঞ্চলের অবকাঠামো, বিনিয়োগ সুবিধা ও শিল্প স্থাপনের সম্ভাবনা সরেজমিনে দেখার সুযোগ পান।
এসময় সরকারি বিভিন্ন সংস্থা ও বেসরকারি উদ্যোক্তাদের প্রতিনিধিরাও সফরে অংশ নেন।
সফরের শুরুতে বেপজা অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করেন বিদেশি বিনিয়োগকারীরা, পরবর্তীতে সেখান থেকে ন্যাশনাল স্পেশাল ইকোনমিক জোন পরিদর্শন শেষে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা)র সেমিনার হলে এ বিশেষায়িত অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগের সার্বিক বিষয়ে তুলে ধরেন প্রকল্প পরিচালক আবদুল্লাহ আল ফারুক।