০৬:৪৭ অপরাহ্ন, রবিবার, ২৫ মে ২০২৫, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজঃ

বিআইআইটির এজিএম ও ফেলো কনফারেন্স ২০২৫ অনুষ্ঠিত

  • প্রকাশিত ০১:৩৭:৫০ অপরাহ্ন, রবিবার, ২৫ মে ২০২৫
  • ১৪ বার দেখা হয়েছে

চিন্তা ও জ্ঞান সংস্কারের জন্য নিবেদিতপ্রাণ থিঙ্কট্যাঙ্ক বাংলাদেশ ইনস্টিটিউট অব ইসলামিক থট (বিআইআইটি) এর বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও ফেলো কনফারেন্স ২০২৫ বাংলা একাডেমির কবি জসিম উদ্দিন ভবনের সৈয়দ ওয়ালীউল্লাহ অডিটোরিয়ামে ২৪ মে ২০২৫, শনিবার অনুষ্ঠিত হয়েছে। খবর বাপসনিউজ ।

বিআইআইটির প্রেসিডেন্ট অধ্যাপক মাহবুব আহমেদ এর সভাপতিত্বে উদ্বোধনী অধিবেশনে উপস্থিত ছিলেন এশিয়ান ইউনিভার্সিটি বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা ভাইস চ্যান্সেলর ড. আবুল হাসান মুহাম্মদ সাদেক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ও ইতিহাসবিদ মোহাম্মদ আবদুল মান্নান। বিআইআইটির মহাপরিচালক অধ্যাপক ড. এম আবদুল আজিজ এর উদ্বোধনী বক্তব্যের মাধ্যমে কনফারেন্স শুরু হয়।

ফেলোদের মধ্যে সম্মাননা প্রাপ্তরা হলেন- সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. ইউসুফ মাহবুবুল ইসলাম, এশিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. শাহজাহান খান, গ্লোবাল ইউনিভার্সিটি বাংলাদেশের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. আনিসুজ্জামান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (একাডেমিক) অধ্যাপক মোহাম্মদ শামীম উদ্দিন খান পিএইচডি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ মাইন উদ্দিন ও প্রো-ভাইস চ্যান্সেলর (একাডেমিক) মো. ফরিদ উদ্দিন খান, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আইয়ুব হোসেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশাসক (জনসংযোগ কর্মকর্তা) ড. আখতার হোসেন মজুমদার, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. এনায়েত উল্লাহ পাটোয়ারী।

অনুষ্ঠানে বক্তারা বলেন জ্ঞান, দক্ষতা ও মূল্যবোধ এর সমন্বয়েই সময়ের চাহিদা অনুযায়ী ব্যক্তিত্ব তৈরি হতে হবে। ইউরো-কেন্দ্রিক জ্ঞান কাঠামোর বাইরে আসতে হবে। ইসলামাইজেশন অব নলেজ এবং ইন্টিগ্রেশন অব নলেজের মধ্যে সীমাবদ্ধ না থেকে নলেজ কন্ট্রিবিউশনকে গুরুত্ব দিতে হবে। চিন্তার মাঝে ভারসাম্য আনার মাধ্যমে কর্মের মাঝে ভারসাম্য আনতে হবে। প্রশ্ন জাগতে হবে, প্রশ্ন করতে হবে। এমন অন্তহীন জ্ঞানের রাজত্বে প্রবেশ করতে হবে, যাতে বিনয় বাড়ে, নম্রতা বাড়ে। উম্মাহর কল্যাণে স্কলারদেরও দায়-দায়িত্ব বেশি। শুধু ইসলামী শব্দ যুক্ত করলেই সবকিছু ইসলামিক হয়ে যায় না, মানুষের কল্যাণে কাজ সঠিক কাজটি করতে হবে। অর্থে নয়, জ্ঞানে সমৃদ্ধ মানুষেই সার্থক ও সফল মানুষ।

এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সিনিয়র সচিব (অবসরপ্রাপ্ত) মো. সফি উল্লাহ, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) এর সাবেক ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. আবু বকর রফীক, ইসলামী ব্যাংক ও এক্সিম ব্যাংকের সাবেক এমডি মো. ফরিদ উদ্দিন আহমেদ, চিন্তক ও গবেষক শাহ্ আবদুল হালিম, মা’হাদুল ফিকরি ওয়াদদিরাসাতিল ইসলামিয়া এর প্রতিষ্ঠাতা শায়খ মুসা আল হাফিজ, ছওয়াব ফাউন্ডেশনের চেয়ারম্যান এস এম রাশেদুজ্জামান, ইবনে সিনা মেডিকেল কলেজের ভাইস প্রিন্সিপাল প্রফেসর ড. আবু খলদুন আল মাহমুদ, ইন্টারন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি দা গাম্বিয়ার ড. আফরোজা বুলবুল আফরিন। সারাদেশ থেকে দুই শতাধিক শিক্ষাবিদ, গবেষক এবং অন্যান্য পেশাজীবীগণ অংশগ্রহণ করেন।

Tag :
জনপ্রিয়

কুমিল্লায় জাতীয় পর্যায়ে তিন দিনব্যাপী কবি নজরুলের ১২৬তম জন্মবার্ষিকীর উদ্বোধন

হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজঃ

বিআইআইটির এজিএম ও ফেলো কনফারেন্স ২০২৫ অনুষ্ঠিত

প্রকাশিত ০১:৩৭:৫০ অপরাহ্ন, রবিবার, ২৫ মে ২০২৫

চিন্তা ও জ্ঞান সংস্কারের জন্য নিবেদিতপ্রাণ থিঙ্কট্যাঙ্ক বাংলাদেশ ইনস্টিটিউট অব ইসলামিক থট (বিআইআইটি) এর বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও ফেলো কনফারেন্স ২০২৫ বাংলা একাডেমির কবি জসিম উদ্দিন ভবনের সৈয়দ ওয়ালীউল্লাহ অডিটোরিয়ামে ২৪ মে ২০২৫, শনিবার অনুষ্ঠিত হয়েছে। খবর বাপসনিউজ ।

বিআইআইটির প্রেসিডেন্ট অধ্যাপক মাহবুব আহমেদ এর সভাপতিত্বে উদ্বোধনী অধিবেশনে উপস্থিত ছিলেন এশিয়ান ইউনিভার্সিটি বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা ভাইস চ্যান্সেলর ড. আবুল হাসান মুহাম্মদ সাদেক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ও ইতিহাসবিদ মোহাম্মদ আবদুল মান্নান। বিআইআইটির মহাপরিচালক অধ্যাপক ড. এম আবদুল আজিজ এর উদ্বোধনী বক্তব্যের মাধ্যমে কনফারেন্স শুরু হয়।

ফেলোদের মধ্যে সম্মাননা প্রাপ্তরা হলেন- সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. ইউসুফ মাহবুবুল ইসলাম, এশিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. শাহজাহান খান, গ্লোবাল ইউনিভার্সিটি বাংলাদেশের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. আনিসুজ্জামান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (একাডেমিক) অধ্যাপক মোহাম্মদ শামীম উদ্দিন খান পিএইচডি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ মাইন উদ্দিন ও প্রো-ভাইস চ্যান্সেলর (একাডেমিক) মো. ফরিদ উদ্দিন খান, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আইয়ুব হোসেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশাসক (জনসংযোগ কর্মকর্তা) ড. আখতার হোসেন মজুমদার, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. এনায়েত উল্লাহ পাটোয়ারী।

অনুষ্ঠানে বক্তারা বলেন জ্ঞান, দক্ষতা ও মূল্যবোধ এর সমন্বয়েই সময়ের চাহিদা অনুযায়ী ব্যক্তিত্ব তৈরি হতে হবে। ইউরো-কেন্দ্রিক জ্ঞান কাঠামোর বাইরে আসতে হবে। ইসলামাইজেশন অব নলেজ এবং ইন্টিগ্রেশন অব নলেজের মধ্যে সীমাবদ্ধ না থেকে নলেজ কন্ট্রিবিউশনকে গুরুত্ব দিতে হবে। চিন্তার মাঝে ভারসাম্য আনার মাধ্যমে কর্মের মাঝে ভারসাম্য আনতে হবে। প্রশ্ন জাগতে হবে, প্রশ্ন করতে হবে। এমন অন্তহীন জ্ঞানের রাজত্বে প্রবেশ করতে হবে, যাতে বিনয় বাড়ে, নম্রতা বাড়ে। উম্মাহর কল্যাণে স্কলারদেরও দায়-দায়িত্ব বেশি। শুধু ইসলামী শব্দ যুক্ত করলেই সবকিছু ইসলামিক হয়ে যায় না, মানুষের কল্যাণে কাজ সঠিক কাজটি করতে হবে। অর্থে নয়, জ্ঞানে সমৃদ্ধ মানুষেই সার্থক ও সফল মানুষ।

এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সিনিয়র সচিব (অবসরপ্রাপ্ত) মো. সফি উল্লাহ, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) এর সাবেক ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. আবু বকর রফীক, ইসলামী ব্যাংক ও এক্সিম ব্যাংকের সাবেক এমডি মো. ফরিদ উদ্দিন আহমেদ, চিন্তক ও গবেষক শাহ্ আবদুল হালিম, মা’হাদুল ফিকরি ওয়াদদিরাসাতিল ইসলামিয়া এর প্রতিষ্ঠাতা শায়খ মুসা আল হাফিজ, ছওয়াব ফাউন্ডেশনের চেয়ারম্যান এস এম রাশেদুজ্জামান, ইবনে সিনা মেডিকেল কলেজের ভাইস প্রিন্সিপাল প্রফেসর ড. আবু খলদুন আল মাহমুদ, ইন্টারন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি দা গাম্বিয়ার ড. আফরোজা বুলবুল আফরিন। সারাদেশ থেকে দুই শতাধিক শিক্ষাবিদ, গবেষক এবং অন্যান্য পেশাজীবীগণ অংশগ্রহণ করেন।