০২:০৩ অপরাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫, ১৫ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

“বাবুই পাখির জীবন “

  • প্রকাশিত ০৬:২৫:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪
  • ২৮৯ বার দেখা হয়েছে

—————————————-

শাহীন আল মামুন

একটা বাবুই পাখির জীবন আমার,
অনন্ত স্বপ্ন বুকে পুষে ফেরার পথে আজ;
তাল কিংবা খেজুরের মক ডালে ডালে –
বাসা বুনবো একটি আড়া দিয়ে ;
একসাথে বসে দুজন প্রেমের গান গাইবো!
অন্ধকারে কয়টি জোনাকি এনে ঘরে রাখবো,
আলোকময় হবে দুজনের মিলনের ক্ষণ;
স্বপ্নের বাসা’খানা অর্ধ বুনে তোমায় ডেকেছি
ভেংচি কেটে বললে!আজো তুমি শিল্পী হওনি;
তুমিই সত্যি বলেছো,এই ভেবে-
আবারও নতুন বাসা বুনতে শুরু করেছি;
ফের বললে,আজও তোমার যোগ্য হয়নি ;
এক বৃক্ষ হতে অন্য আর এক বৃক্ষে গেয়েছি ;
আজও তোমার যোগ্য শিল্পী হয়নি ব’লে,
একটি বাসাও হয়নি আমার আপন ঘর;
এই হলো আমার বাবুই পাখির জীবন,
ডাল থেকে ডালে ডালে আজ ফেরার পথে!

Tag :
জনপ্রিয়

আইন সহায়তা কেন্দ্র আসক ও মানবাধিকার ফাউন্ডেশন এর ঢাকা জেলা মোঃ উজ্জ্বল খান সভাপতি মোহাম্মদ তুষার মিয়া কে সাধারণ সম্পাদক করে ৩৩ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

“বাবুই পাখির জীবন “

প্রকাশিত ০৬:২৫:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪

—————————————-

শাহীন আল মামুন

একটা বাবুই পাখির জীবন আমার,
অনন্ত স্বপ্ন বুকে পুষে ফেরার পথে আজ;
তাল কিংবা খেজুরের মক ডালে ডালে –
বাসা বুনবো একটি আড়া দিয়ে ;
একসাথে বসে দুজন প্রেমের গান গাইবো!
অন্ধকারে কয়টি জোনাকি এনে ঘরে রাখবো,
আলোকময় হবে দুজনের মিলনের ক্ষণ;
স্বপ্নের বাসা’খানা অর্ধ বুনে তোমায় ডেকেছি
ভেংচি কেটে বললে!আজো তুমি শিল্পী হওনি;
তুমিই সত্যি বলেছো,এই ভেবে-
আবারও নতুন বাসা বুনতে শুরু করেছি;
ফের বললে,আজও তোমার যোগ্য হয়নি ;
এক বৃক্ষ হতে অন্য আর এক বৃক্ষে গেয়েছি ;
আজও তোমার যোগ্য শিল্পী হয়নি ব’লে,
একটি বাসাও হয়নি আমার আপন ঘর;
এই হলো আমার বাবুই পাখির জীবন,
ডাল থেকে ডালে ডালে আজ ফেরার পথে!