রঞ্জন পাল:ঢাকা, ২৯ মার্চ ২০২৫ (শনিবার) — বাংলাদেশ সাংবাদিক ঐক্য পরিষদ (বিজেএউপি)-এর উদ্যোগে রাজধানীর তেঁজগাঁও সরকারি শিশু নিবাস ও তেঁজগাঁও সরকারি শিশু পরিবার (বালিকা) প্রাঙ্গণে এক বিশেষ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এছাড়াও, এতিমখানার কর্মরত ব্যক্তিদের মাঝে ঈদ উপলক্ষে খাদ্য সামগ্রী উপহার প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তা বাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট রফিক সিকদার। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন লেখক, কবি ও সাংবাদিক রাজু আলীম। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক স্বদেশ বিচিত্রা র সম্পাদক ও প্রকাশক অশোক ধর,মাসিক মানবাধিকার খবরের সম্পাদক ও প্রকাশক মোঃ রিয়াজ উদ্দিন,মোঃ রোকনুজ্জামান রকি (বুয়েট), বাংলাদেশ মানবাধিকার ফাউন্ডেশনের মহাসচিব।
উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট লেখক, সাংবাদিক ও সমাজ গবেষক মীর আব্দুল আলীম।
বাংলাদেশ সাংবাদিক ঐক্য পরিষদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাব্বির আহমেদ রনি অনুষ্ঠানের সভাপতিত্ব করেন এবং অনুষ্ঠান পরিচালনা করেন মনজুরুল আলম টিপু।
এই মহতী আয়োজনে উপস্থিত অতিথিরা সমাজের সুবিধাবঞ্চিত শিশুদের প্রতি সহানুভূতি ও দায়িত্ববোধের গুরুত্ব তুলে ধরেন। তারা সমাজের সামর্থ্যবান মানুষদের এসব শিশুদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে সকল অতিথি, সদস্য ও শিশুরা একসঙ্গে ইফতার গ্রহণ করেন এবং জাতীয় উন্নতি ও শান্তির জন্য দোয়া করা হয়।