বাংলাদেশ বক্সিং ফেডারেশন এর ২৬ শে জুলাই ফেডারেশনের কার্যালয়ের সাধারণ সম্পাদক এম এ কুদ্দুস খান স্বাক্ষরিত সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।। সংবাদ সম্মেলনের তথ্য সমূহ হলো :
# মোট অংশগ্রহণকারী দল: ৭২টি
# ওজন শ্রেণি: পুরুষ- ১৩টি, মহিলা- ১২টিসহ মোট ২৫টি।
# অংশগ্রহণকারী দল : জেলা ক্রীড়া সংস্থা/বক্সিং ক্লাব/বিশ্ববিদ্যালয়/শিক্ষা বোর্ড/সিটি করপোরেশন/সার্ভিসেস টিম এর ৭২টি দল অংশগ্রহণ করছে।
# খেলোয়াড় : পুরুষ-১০৪ জন/মহিলা-৬৮ জন/কর্মকর্তা-৮৩ জনসহ সর্বমোট ২৫৫ জন।
# প্রতিযোগিতার উদ্বোধন : ২৭/০৭/২০২৫ দুপুর ১২:০০ ঘটিকা।
# উদ্বোধনী অনুষ্ঠানের ঘোষণা করবেন : জনাব মো. আমিনুল ইসলাম, এনডিসি, সচিব, জাতীয় ক্রীড়া পরিষদ।
# সমাপনী দিন এর প্রধান অতিথি : জনাব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, মাননীয় উপদেষ্টা, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।
(৩০/০৭/২০২৫)
# প্রতিযোগিতার পৃষ্ঠপোষক গ্রুপ : জনাব মোহাম্মদ ফায়াজুর রহমান ভূঁইয়া জুয়েল, জজ ভূঞা।
# প্রতিযোগিতায় চট্টগ্রাম মহিলা বিশ্ববিদ্যালয়ের ৪ জন বিদেশি মহিলা বক্সার এবং আমেরিকা প্রবাসী বাংলাদেশ বক্সিং ফেডারেশনের নিবন্ধিত বক্সার জিনাত ফেরদৌস এই প্রতিযোগিতায় প্রতিদ্বন্দিতা করছে। জিনাত ফেরদৌস আগামী রবিবার ঢাকায় আসছেন। আন্তর্জাতিক অঙ্গনে তার একাধিক স্বর্ণপদক অর্জন বাংলাদেশকে গৌরবান্বিত করেছে।
# ২০২৫ সনে শ্রীলঙ্কায় অনুষ্ঠিত যুব এশিয়ান বক্সিং চ্যাম্পিয়ানশীপে বাংলাদেশ ২টি ব্রোঞ্চ পদক অর্জন করে দলীয়ভাবে ১০ম স্থান অধিকার করে।
# ২০২৫ সনে ভূটানে অনুষ্ঠিত ৪জাতি ন্যাশন চ্যাম্পিয়ানশীপে বাংলাদেশের উৎসব আহমেদ ৫৬ কেজি ওজন শ্রেণীতে স্বর্ণপদক অর্জন করে।
# আমেরিকা প্রবাসী বাংলাদেশী বক্সার জিনাত ফেরদৌস এ বছরেই আফ্রিকা ও পর্তুগালে অনুষ্ঠিত আন্তজার্তিক বক্সিং চ্যাম্পিয়ানশীপে ২টি স্বর্ণপদক অর্জন করে বাংলাদেশের ভাবমূর্তী উজ্জলব উজ্জল করে চলেছে।
সংবাদ সম্মেলনে ফেডারেশনের নির্বাহী কমিটির কর্মকর্তা ও জেলা পর্যায়ের কর্মকর্তা উপস্থিত ছিলেন।