১১:০২ অপরাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ৩১ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

বাঁশখালী উপজেলার বাহারচরা ইউনিয়নের পশ্চিম বাঁশখালায় অগ্নিকাণ্ডে ৫টি পরিবার নিঃস্ব।

  • প্রকাশিত ১১:২১:০৭ অপরাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫
  • ২৮ বার দেখা হয়েছে

মোহাম্মদ আমিনুল ইসলাম চট্টগ্রাম বাঁশখালী প্রতিনিধি

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাহারছড়া ইউনিয়নের পশ্চিম বাঁশখালা বিষানার বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫টি পরিবার সম্পূর্ণ নিঃস্ব হয়ে পড়েছে। গতকাল রোববার দিবাগত রাত আনুমানিক সাড়ে ৪টার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে স্থানীয়রা জানিয়েছেন।
পুড়ে যাওয়া পরিবারগুলো হলো—ছাবের আহমদ, মোস্তফা আলী, আহমদ উল্লাহ, রফিক আহমদ ও আবদুল কাদের। মুহূর্তের মধ্যে আগুন পুরো এলাকা গ্রাস করলে তাদের গৃহস্থালি সামগ্রী, আসবাবপত্র, নগদ অর্থসহ সবকিছু ছাই হয়ে যায়। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সদস্যরা বর্তমানে খোলা আকাশের নিচে দিন কাটাচ্ছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিরূপণ করা সম্ভব হয়নি। তবে ধারণা করা হচ্ছে ক্ষতির পরিমাণ কয়েক লাখ টাকার বেশি।
এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় সচেতন মহল, দানশীল ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ ও উপজেলা প্রশাসনের কাছে জরুরি সহযোগিতার আহ্বান জানিয়েছেন ভুক্তভোগীরা।
৪নং বাহারচরা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মাহমুদুল ইসলাম মাবুদ বলেন, খুবই দুঃখজনক হলেও সত্যি যে, বাঁশখালা এলাকার সবচেয়ে গীরব ৫টি পরিবারের সব কিছু আগুনে পুড়ে ছাই হয়ে গেছে, আমি সরেজমিনে এসে চোখের পানি ধরে রাখতে পারি নাই, পুরা ৫টি পরিবার একনিমিশে শেষ হয়ে যাবে এটা কেউ কল্পনাও করে নাই। আমার পরিষদ থেকে তাৎক্ষণিক কিছু খাদ্য সামগ্রী প্রদান করা হয়েছে। এই সব পরিবার গুলোকে উপজেলা প্রশাসন ও এলাকার বিত্তশালীদের আর্থিক ভাবে সহযোগিতা করার জন্য আহবান করেন।

Tag :
জনপ্রিয়

যৌথ বাহিনীর অভিযানে সরকারি ২০ টন গম জব্দ: পিরোজপুরে ফুড প্রোডাক্টস মিল সিলগালা ও এক লাখ টাকা জরিমানা

বাঁশখালী উপজেলার বাহারচরা ইউনিয়নের পশ্চিম বাঁশখালায় অগ্নিকাণ্ডে ৫টি পরিবার নিঃস্ব।

প্রকাশিত ১১:২১:০৭ অপরাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫

মোহাম্মদ আমিনুল ইসলাম চট্টগ্রাম বাঁশখালী প্রতিনিধি

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাহারছড়া ইউনিয়নের পশ্চিম বাঁশখালা বিষানার বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫টি পরিবার সম্পূর্ণ নিঃস্ব হয়ে পড়েছে। গতকাল রোববার দিবাগত রাত আনুমানিক সাড়ে ৪টার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে স্থানীয়রা জানিয়েছেন।
পুড়ে যাওয়া পরিবারগুলো হলো—ছাবের আহমদ, মোস্তফা আলী, আহমদ উল্লাহ, রফিক আহমদ ও আবদুল কাদের। মুহূর্তের মধ্যে আগুন পুরো এলাকা গ্রাস করলে তাদের গৃহস্থালি সামগ্রী, আসবাবপত্র, নগদ অর্থসহ সবকিছু ছাই হয়ে যায়। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সদস্যরা বর্তমানে খোলা আকাশের নিচে দিন কাটাচ্ছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিরূপণ করা সম্ভব হয়নি। তবে ধারণা করা হচ্ছে ক্ষতির পরিমাণ কয়েক লাখ টাকার বেশি।
এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় সচেতন মহল, দানশীল ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ ও উপজেলা প্রশাসনের কাছে জরুরি সহযোগিতার আহ্বান জানিয়েছেন ভুক্তভোগীরা।
৪নং বাহারচরা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মাহমুদুল ইসলাম মাবুদ বলেন, খুবই দুঃখজনক হলেও সত্যি যে, বাঁশখালা এলাকার সবচেয়ে গীরব ৫টি পরিবারের সব কিছু আগুনে পুড়ে ছাই হয়ে গেছে, আমি সরেজমিনে এসে চোখের পানি ধরে রাখতে পারি নাই, পুরা ৫টি পরিবার একনিমিশে শেষ হয়ে যাবে এটা কেউ কল্পনাও করে নাই। আমার পরিষদ থেকে তাৎক্ষণিক কিছু খাদ্য সামগ্রী প্রদান করা হয়েছে। এই সব পরিবার গুলোকে উপজেলা প্রশাসন ও এলাকার বিত্তশালীদের আর্থিক ভাবে সহযোগিতা করার জন্য আহবান করেন।