মশার বিস্তার রোধ করি,ডেঙ্গু জ্বর প্রতিরোধ করি’এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাঁশখালী উপজেলার পুকুুরিয়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে ডেঙ্গু বিষয়ক জনসচেতনতামূলক র্যালি অনুষ্ঠিত হয়েছে। উক্ত র্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পুকুরিয়া ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত সফল চেয়ারম্যান আলহাজ্ব আসহাব উদ্দিন, পরিষদের প্রশাসনিক কর্মকর্তা সমীর কুমার,৷ আরো উপস্থিত ছিলেন, ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য হাবিবুর রহমান মিয়া, ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য ফরিদ আহমদ। ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য মোহাম্মদ ফারুকুজ্জামান, ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য মামুনুর রশিদ, চট্টগ্রাম দক্ষিণ জেলা তরুন দলের সিনিয়র সহ-সভাপতি, মোহাম্মদ জয়নাল আবেদীন, সাবেক সংগঠনিক সম্পাদক, ও সাবেক যুগ্ন আহবায়ক পুকুরিয়া উইনিয়ন বিএনপি। পুকুরিয়া উইনিয়ন বিএনপির সাবেক সংগঠনিক সম্পাদক ও সাবেক যুগ্ন আহবায়ক মোহাম্মদ ইউনুছ চৌধুরী আরো উপস্থিত ছিলেন, মোঃ আনোয়ার, শাহাদাত হোসেন আরো গণ্যমান্য ও সচেতন মূলক ব্যক্তি উপস্থিত ছিলেন। চেয়ারম্যান আসহাব উদ্দীন বলেন, ডেঙ্গু প্রতিরোধে আপনাদের করণীয়র হচ্ছে মশার কামড় এড়ানো, মশারি ব্যবহার করা, মশার প্রজননস্থল ধ্বংস করা (যেমন জমে থাকা পানি পরিষ্কার করা), পুরো শরীর ঢাকা পোশাক পরা ও মশারি ব্যবহার করা, এবং মশা তাড়ানোর ওষুধ বা স্প্রে ব্যবহার করা। আর আপনারা ব্যক্তিগত সুরক্ষা নেওয়ার জন্য মশারি ব্যবহার করুন, দিনে ও রাতে ঘুমানোর সময় অবশ্যই মশারি ব্যবহার করুন, কারণ এডিস মশা দিনের বেলায়ও কামড়ায়। শরীর ঢেকে রাখা পোশাক পরুন, বিশেষ করে হালকা রঙের পোশাক পরলে মশা কম আকৃষ্ট হয়। প্রয়োজন অনুযায়ী মশা তাড়ানোর স্প্রে বা অ্যারোসল ব্যবহার করতে পারেন। আপনারা পরিবেশগত সুরক্ষা পাওয়ার জন্য জমাট বাঁধা পানি অপসারণ করতে পারেন, বাড়ির আশেপাশে বা ভেতরে কোথাও যেন পানি জমে থাকতে না পারে সেদিকে খেয়াল রাখবেন।
০৩:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০২ সেপ্টেম্বর ২০২৫, ১৭ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম