আলামিন নিজস্ব প্রতিবেদক:স্কুল কলেজের কিছু শিক্ষার্থী নিজেরা মিলে অনুদান তুলে বন্যার্তদের মাঝে দেওয়ার জন্য ১৫০ টি পরিবারের জন্য খাদ্য সামগ্রী সহ নগদ অর্থ প্রদান করেন, শিক্ষার্থীদের মধ্যে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শারমিন আক্তার ও তানভীর হোসেন এবং সাউথইস্ট ইউনিভার্সিটির রাফি(উম্মে হানি) ও মিরপুর বাংলা স্কুল অ্যান্ড কলেজ এর ফুহাদ হোসেন এবং দ্যা বেস্ট ফিউচার স্কুল এর মোঃ জাহিদুল ইসলাম, উনাদের নিকট হতে ত্রান ও নগদ অর্থ বুঝে নেন দৈনিক স্বদেশ বিচিত্রার স্টাফ রিপোর্টার (ঢাকা উত্তর) মোঃ আল আমিন, এই সমস্ত ত্রান ও অর্থ দৈনিক স্বদেশ বিচিত্রার ত্রান তহবিলে জমা হবে এবং স্বদেশ বিচিত্রার ত্রাণ তহবিলের জমা হওয়া সমস্ত ত্রান ও অর্থ পত্রিকাটির প্রধান সম্পাদক জনাব আশোক ধর ও অন্যান্য গুনিজনরা ত্রান ও নগদ অর্থ প্রত্যন্ত বন্যাকবলিত এলাকার মানুষের মাঝে ত্রান-সাহায্য প্রদান করিবেন।