০৮:২৫ অপরাহ্ন, শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫, ২৩ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
নিজস্ব প্রতিবেদক:

বন্দেমাতরম মন্ত্রের দেড়শো বছর পূর্তি

  • প্রকাশিত ০৫:৪৮:১০ অপরাহ্ন, রবিবার, ৬ এপ্রিল ২০২৫
  • ২৩৫ বার দেখা হয়েছে

জাতীয় সাহিত্য প্রকাশন ট্রাস্টের পরবর্তী কার্যক্রম:* বন্দেমাতরম মন্ত্রের দেড়শো বছর পূর্তি। স্থান: গোলপার্ক রামকৃষ্ণ মিশন ইন্সটিটিউট অফ কালচার, গোলপার্ক, কলকাতা। তারিখ: ৪ ঠা মে, ২০২৫, সময়: বিকেল তিনটে থেকে সন্ধ্যা সাতটা।
এই অনুষ্ঠানটিকে সর্বাঙ্গসুন্দর করে তোলার জন্য কার্যক্রম-আয়োজন সমিতির সদস্যরা কয়েকটি প্রস্তুতি বৈঠকে মিলিত হবেন।
প্রথম: অনলাইন বৈঠক, আগামী ১৩ ই এপ্রিল রাত ন’টা থেকে দশটা। এর লিঙ্ক যথাসময়ে দেওয়া হবে। এই বৈঠকেই দ্বিতীয় অনলাইন বৈঠকের দিনক্ষণ স্থির করা হবে।
দ্বিতীয়: সশরীরে প্রস্তুতি বৈঠক। ২০ এপ্রিল, ২০২৫; বিকেল চারটে থেকে সন্ধ্যা সাতটা। স্থান: গানের আসর, প্রযত্নে: শ্রীমতী অনুরাধা চক্রবর্তী। ৩২, প্যারিমোহন রায় রোড, চেতলা, কলকাতা – ২৭ (লোকেশন: দেশের খাবার, মেয়র ববি হাকিমের বাড়ির পাশে। নন্দরাণী মেডিকেল ক্লিনিকের বিপরীত দিকে।)
সময়মতো সকল সদস্য/আগ্রহী সদস্যের উপস্থিতি একান্তভাবে কাম্য।

 

Tag :
জনপ্রিয়

শিক্ষা মন্ত্রণালয়ের আশ্বাসে অনশন ভঙ্গ ১৮ তম নিবন্ধন প্রত্যাশীরা

নিজস্ব প্রতিবেদক:

বন্দেমাতরম মন্ত্রের দেড়শো বছর পূর্তি

প্রকাশিত ০৫:৪৮:১০ অপরাহ্ন, রবিবার, ৬ এপ্রিল ২০২৫

জাতীয় সাহিত্য প্রকাশন ট্রাস্টের পরবর্তী কার্যক্রম:* বন্দেমাতরম মন্ত্রের দেড়শো বছর পূর্তি। স্থান: গোলপার্ক রামকৃষ্ণ মিশন ইন্সটিটিউট অফ কালচার, গোলপার্ক, কলকাতা। তারিখ: ৪ ঠা মে, ২০২৫, সময়: বিকেল তিনটে থেকে সন্ধ্যা সাতটা।
এই অনুষ্ঠানটিকে সর্বাঙ্গসুন্দর করে তোলার জন্য কার্যক্রম-আয়োজন সমিতির সদস্যরা কয়েকটি প্রস্তুতি বৈঠকে মিলিত হবেন।
প্রথম: অনলাইন বৈঠক, আগামী ১৩ ই এপ্রিল রাত ন’টা থেকে দশটা। এর লিঙ্ক যথাসময়ে দেওয়া হবে। এই বৈঠকেই দ্বিতীয় অনলাইন বৈঠকের দিনক্ষণ স্থির করা হবে।
দ্বিতীয়: সশরীরে প্রস্তুতি বৈঠক। ২০ এপ্রিল, ২০২৫; বিকেল চারটে থেকে সন্ধ্যা সাতটা। স্থান: গানের আসর, প্রযত্নে: শ্রীমতী অনুরাধা চক্রবর্তী। ৩২, প্যারিমোহন রায় রোড, চেতলা, কলকাতা – ২৭ (লোকেশন: দেশের খাবার, মেয়র ববি হাকিমের বাড়ির পাশে। নন্দরাণী মেডিকেল ক্লিনিকের বিপরীত দিকে।)
সময়মতো সকল সদস্য/আগ্রহী সদস্যের উপস্থিতি একান্তভাবে কাম্য।