০৯:২৬ অপরাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫, ১৫ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সুব্রত ঘোষ, বগুড়া থেকে :

বগুড়ায় শিক্ষক অপহরণের ঘটনায় দুইজন গ্রেফতার

  • প্রকাশিত ০৬:৫৯:৩০ অপরাহ্ন, সোমবার, ২৩ জুন ২০২৫
  • ২৩৭ বার দেখা হয়েছে

বগুড়ায় ছাত্রী পরিচয়ে শিক্ষককে অপহরণের ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। রোববার রাতে বগুড়া শহরের খান্দার পাসপোর্ট অফিস এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এর আগে ১৫ জুন বগুড়া আজিজুল হক কলেজ গেট এলাকায় নিজেকে ছাত্রী পরিচয় দিয়ে রাবেয়া রিয়া অবসরপ্রাপ্ত কলেজ শিক্ষক গোলাম রব্বানীকে ডেকে নেয়। দীর্ঘ সময় তাদের সাথে কথা বার্তা চলছিল । এক পর্যায়ে অস্ত্রের ভয় দেখিয়ে তার কাছ থেকে নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয়। এরপর বিকাশে মুক্তিপণ আদায় করেন গ্রেপ্তারকৃতরা।
সোমবার দুপুরে র‌্যাব-১২ বগুড়ার ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডারএনামুল হক এসব তথ্য গণমাধ্যম কে জানান।
গ্রেপ্তারকৃতরা হলেন বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার নগরপাড়ার মাজেদ আলীর মেয়ে রাবেয়া রিয়া (২০) ও তার সহযোগী শিবগঞ্জ উপজেলার পাকুরিয়া গ্রামের বিরেন চন্দ্র সরকারের ছেলে মানিক চন্দ্র সরকার (৪৫)। অভিযানে তাদের কাছ থেকে একটি স্মার্টফোন, ৩টি বাটন মোবাইল, ৪টি সিমকার্ড ও একটি ব্যাটারিচালিত অটোরিকশা জব্দ করা হয়েছে। বগুড়া র‌্যাব-১২ আরো জানায়, গত ১৫ জুন শহরের আজিজুল হক কলেজ গেট এলাকায় নিজেকে ছাত্রী পরিচয় দিয়ে অবসরপ্রাপ্ত কলেজ শিক্ষক গোলাম রব্বানীকে ডেকে নেয় রাবেয়া রিয়া। এক পর্যায়ে কৌশলে নিয়ে যাওয়া হয় শহরের খান্দার এলাকায় একটি নির্জন বাড়িতে। সেখানে অস্ত্রের মুখে জিম্মি করে তার কাছে থাকা নগদ টাকা ছিনিয়ে নেয়। পরে পরিবারের সদস্যদের কাছ থেকে বিকাশের মাধ্যমে মুক্তিপণ হিসেবে ৩৮ হাজার টাকা আদায় করে চক্রটি। এছাড়া ওই শিক্ষকের কাছে থাকা মোবাইল ফোনও কেড়ে নেয় তারা। ঘটনার পর শিক্ষক নিজেই বাদী হয়ে বগুড়া সদর থানায় অপহরণ মামলা দায়ের করেন। তদন্তে নামে র‌্যাব । এর এক সপ্তাহ পর অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। র‌্যাব-১২ বগুড়ার ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার (সহকারী পুলিশ সুপার) এনামুল হক জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা অপহরণের বিষয়টি স্বীকার করেছেন। তারা দীর্ঘদিন ধরে পরিকল্পিতভাবে অপহরণ চক্র চালিয়ে আসছিল। অপহরণের পর মুক্তিপণ আদায় করাই ছিল তাদের মূল লক্ষ্য। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইগত ব্যবস্থা নিতে বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

Tag :
জনপ্রিয়

বাঁশখালীতে ছাত্রদলের প্রতিবাদ সমাবেশে বক্তারা একাত্তরের স্বাধীনতা বিরোধীরাই দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত।

সুব্রত ঘোষ, বগুড়া থেকে :

বগুড়ায় শিক্ষক অপহরণের ঘটনায় দুইজন গ্রেফতার

প্রকাশিত ০৬:৫৯:৩০ অপরাহ্ন, সোমবার, ২৩ জুন ২০২৫

বগুড়ায় ছাত্রী পরিচয়ে শিক্ষককে অপহরণের ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। রোববার রাতে বগুড়া শহরের খান্দার পাসপোর্ট অফিস এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এর আগে ১৫ জুন বগুড়া আজিজুল হক কলেজ গেট এলাকায় নিজেকে ছাত্রী পরিচয় দিয়ে রাবেয়া রিয়া অবসরপ্রাপ্ত কলেজ শিক্ষক গোলাম রব্বানীকে ডেকে নেয়। দীর্ঘ সময় তাদের সাথে কথা বার্তা চলছিল । এক পর্যায়ে অস্ত্রের ভয় দেখিয়ে তার কাছ থেকে নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয়। এরপর বিকাশে মুক্তিপণ আদায় করেন গ্রেপ্তারকৃতরা।
সোমবার দুপুরে র‌্যাব-১২ বগুড়ার ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডারএনামুল হক এসব তথ্য গণমাধ্যম কে জানান।
গ্রেপ্তারকৃতরা হলেন বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার নগরপাড়ার মাজেদ আলীর মেয়ে রাবেয়া রিয়া (২০) ও তার সহযোগী শিবগঞ্জ উপজেলার পাকুরিয়া গ্রামের বিরেন চন্দ্র সরকারের ছেলে মানিক চন্দ্র সরকার (৪৫)। অভিযানে তাদের কাছ থেকে একটি স্মার্টফোন, ৩টি বাটন মোবাইল, ৪টি সিমকার্ড ও একটি ব্যাটারিচালিত অটোরিকশা জব্দ করা হয়েছে। বগুড়া র‌্যাব-১২ আরো জানায়, গত ১৫ জুন শহরের আজিজুল হক কলেজ গেট এলাকায় নিজেকে ছাত্রী পরিচয় দিয়ে অবসরপ্রাপ্ত কলেজ শিক্ষক গোলাম রব্বানীকে ডেকে নেয় রাবেয়া রিয়া। এক পর্যায়ে কৌশলে নিয়ে যাওয়া হয় শহরের খান্দার এলাকায় একটি নির্জন বাড়িতে। সেখানে অস্ত্রের মুখে জিম্মি করে তার কাছে থাকা নগদ টাকা ছিনিয়ে নেয়। পরে পরিবারের সদস্যদের কাছ থেকে বিকাশের মাধ্যমে মুক্তিপণ হিসেবে ৩৮ হাজার টাকা আদায় করে চক্রটি। এছাড়া ওই শিক্ষকের কাছে থাকা মোবাইল ফোনও কেড়ে নেয় তারা। ঘটনার পর শিক্ষক নিজেই বাদী হয়ে বগুড়া সদর থানায় অপহরণ মামলা দায়ের করেন। তদন্তে নামে র‌্যাব । এর এক সপ্তাহ পর অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। র‌্যাব-১২ বগুড়ার ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার (সহকারী পুলিশ সুপার) এনামুল হক জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা অপহরণের বিষয়টি স্বীকার করেছেন। তারা দীর্ঘদিন ধরে পরিকল্পিতভাবে অপহরণ চক্র চালিয়ে আসছিল। অপহরণের পর মুক্তিপণ আদায় করাই ছিল তাদের মূল লক্ষ্য। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইগত ব্যবস্থা নিতে বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে।