০৭:২৪ অপরাহ্ন, শনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ২২ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
নিজস্ব প্রতিবেদক।

ফরিদপুর ভাংগায় প্রকাশ্যে অস্ত্র ঠেকিয়ে সাংবাদিকের টাকা ছিনতাই

  • প্রকাশিত ০৫:৪৮:৫৪ অপরাহ্ন, রবিবার, ১২ জানুয়ারী ২০২৫
  • ১১৭ বার দেখা হয়েছে

 

প্রকাশ্যে ধারালো অস্ত্র ঠেকিয়ে এক সাংবাদিকের কাছ থেকে ১ লক্ষ্য ৭৫ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা এবং কিল খুশি মারতে মারতে মাটিতে ফেলে দেয়,১২/১/২০২৫ইং তারিখ শনিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী সাংবাদিক মোঃ বিল্লাল হোসাইনের গ্রামের বাড়ি নিলখী বাঘমারা ৫নং ওয়াড,থানা শিবচর,জেলা মাদারীপুর।

সন্ধ্যা আনুমানিক ৬টা, ৫৫ মিনিটের দিকে ভাংগা থানাধিন কালা মৃধা বাজারে সুমন মালাকার রুহির কাছে থেকে ১ লক্ষ্য ৭৫ হাজার টাকা হাওলাত বাবত নেন। টাকা নিয়ে দোকান থেকে বেরিয়ে কালা মৃধা মসজিদের পাশেই, চায়ের দোকানে উদ্দেশ্য রওনা হলে সাংবাদিক বিল্লাল হোসাইন এবং রুহি মালাকার, কালা খা সহ, সাংবাদিক বিল্লালের উপুড়ে ঝাপিয়ে পড়ে মানকি ক্যাপ পড়া একদল ছিনতাইকারী, খারে থাকা ব্যাক টান দিয়ে ফেলে দেয় মাটিতে, এলোপাতাড়ি কিল খুশি মারতে থাকে ৫/৬, জন ছিনতাইকারীরা। রুহি মালাকার এবং কালা খা তাঁদের সাথে ধস্তাধস্তি করতে থাকে,তাদের ডাক চিৎকারে শুনে
আশেপাশের দোকানদারা এগিয়ে আসলে,
দৌড়িয়ে পালানোর চেষ্টা করে ছিনতাইকারীরা,সাংবাদিক বিল্লাল তখন এক ছিনতাইকারীর মুখে থাকা মানকি ক্যাপ খুলে ফেলে দেয়, তখন চিনতে পারে, পান্তাপাড়ার বাজার এলাকার ইয়াবা ব্যবসায়ী মোঃ খলিল। কাট ব্যবসায়ী খলিল।
এ-র নামে একাধিক মামলা রয়েছে ঢাকাসহ, ফরিদপুর থানা,ভাংগা থানায় এবং বাংলাদেশের বিভিন্ন থানায়।

Tag :
জনপ্রিয়

খুলনায় গ্যাস সরবরাহের দাবিতে খুলনা নাগরিক সমাজের আয়োজনে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক।

ফরিদপুর ভাংগায় প্রকাশ্যে অস্ত্র ঠেকিয়ে সাংবাদিকের টাকা ছিনতাই

প্রকাশিত ০৫:৪৮:৫৪ অপরাহ্ন, রবিবার, ১২ জানুয়ারী ২০২৫

 

প্রকাশ্যে ধারালো অস্ত্র ঠেকিয়ে এক সাংবাদিকের কাছ থেকে ১ লক্ষ্য ৭৫ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা এবং কিল খুশি মারতে মারতে মাটিতে ফেলে দেয়,১২/১/২০২৫ইং তারিখ শনিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী সাংবাদিক মোঃ বিল্লাল হোসাইনের গ্রামের বাড়ি নিলখী বাঘমারা ৫নং ওয়াড,থানা শিবচর,জেলা মাদারীপুর।

সন্ধ্যা আনুমানিক ৬টা, ৫৫ মিনিটের দিকে ভাংগা থানাধিন কালা মৃধা বাজারে সুমন মালাকার রুহির কাছে থেকে ১ লক্ষ্য ৭৫ হাজার টাকা হাওলাত বাবত নেন। টাকা নিয়ে দোকান থেকে বেরিয়ে কালা মৃধা মসজিদের পাশেই, চায়ের দোকানে উদ্দেশ্য রওনা হলে সাংবাদিক বিল্লাল হোসাইন এবং রুহি মালাকার, কালা খা সহ, সাংবাদিক বিল্লালের উপুড়ে ঝাপিয়ে পড়ে মানকি ক্যাপ পড়া একদল ছিনতাইকারী, খারে থাকা ব্যাক টান দিয়ে ফেলে দেয় মাটিতে, এলোপাতাড়ি কিল খুশি মারতে থাকে ৫/৬, জন ছিনতাইকারীরা। রুহি মালাকার এবং কালা খা তাঁদের সাথে ধস্তাধস্তি করতে থাকে,তাদের ডাক চিৎকারে শুনে
আশেপাশের দোকানদারা এগিয়ে আসলে,
দৌড়িয়ে পালানোর চেষ্টা করে ছিনতাইকারীরা,সাংবাদিক বিল্লাল তখন এক ছিনতাইকারীর মুখে থাকা মানকি ক্যাপ খুলে ফেলে দেয়, তখন চিনতে পারে, পান্তাপাড়ার বাজার এলাকার ইয়াবা ব্যবসায়ী মোঃ খলিল। কাট ব্যবসায়ী খলিল।
এ-র নামে একাধিক মামলা রয়েছে ঢাকাসহ, ফরিদপুর থানা,ভাংগা থানায় এবং বাংলাদেশের বিভিন্ন থানায়।