০৩:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

ফতুল্লায় ঈদের দিন যুবককে হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার

  • প্রকাশিত ০৬:০০:১১ অপরাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫
  • ৯ বার দেখা হয়েছে

\স্বদেশ বিচিত্রা প্রতিবেদক : নারায়ণগঞ্জের ফতুল্লায় পবিত্র ঈদুল ফিতরের দিন তুচ্ছ ঘটনার জেরে পাভেল (৩০) নামের এক যুবককে গুলি করে হত্যার ঘটনায় প্রধান আসামি আহমেদ বাবুকে (২৯) গ্রেপ্তার করেছে র‍্যাব-১১।

আজ শনিবার (১৯ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে র‍্যাব-১১ এর অপস অফিসার মো. গোলাম মোর্শেদ। গ্রেপ্তারকৃত আসামি আহমেদ বাবু ফতুল্লা থানার কাশিপুর মধ্যপাড়া এলাকার মৃত ফিরোজ আহমেদ মতিনের ছেলে। শুক্রবার সন্ধ্যায় বরিশাল সদর থানাধীন কাশিপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র‍্যাব-১১।

জানা যায়, গত ৩১ মার্চ ভোরে ফতুল্লার পঞ্চবটি-মুক্তারপুর রোডের কাশিপুর এলাকার লায়ন চক্ষু হাসপাতালের পাশে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৩টার দিকে তিনি মারা যান। নিহত পাভেল নারায়ণগঞ্জের ফতুল্লার কাশিপুর মধ্যপাড়ার হাসমত উল্লাহর ছেলে। ৩০ মার্চ সন্ধ্যায় ইফতারের পর চুল কাটানোর জন্য বের হন পাভেল। পরে রাত ১০টার দিকে পাভেলের বড় ভাই রুবেলের মোবাইলে একটি কল আসে। কিন্তু কেউ কথা না বলে কলটি কেটে দেয়। পরদিন ভোর ৬টার দিকে ভিকটিমের খালাতো ভাই মো. রিফাত ফজরের নামাজ পড়ার জন্য মসজিদে যাচ্ছিলেন। এ সময় তিনি ভিকটিমকে গুলিবিদ্ধ অবস্থায় রাস্তায় পড়ে থাকতে দেখেন। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জের ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালের চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।এ ঘটনায় নিহত পাভেলের মা নূরী বেগম (৬৭) বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় একটি মামলা দায়ের করেন।

এদিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে আসামি। এ ঘটনায় এখন পর্যন্ত দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে র‍্যাব-১১।
গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ফতুল্লা থানায় হস্তান্তর করা হয়েছে।
স্বদেশ বিচিত্রা/এআর

Tag :
জনপ্রিয়

পাইকগাছা-সাতক্ষীরা সড়কের বাঁকা ব্রীজটি চরম ঝুকিতে; ভারি যানবাহন চলাচল বন্ধ

ফতুল্লায় ঈদের দিন যুবককে হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার

প্রকাশিত ০৬:০০:১১ অপরাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫

\স্বদেশ বিচিত্রা প্রতিবেদক : নারায়ণগঞ্জের ফতুল্লায় পবিত্র ঈদুল ফিতরের দিন তুচ্ছ ঘটনার জেরে পাভেল (৩০) নামের এক যুবককে গুলি করে হত্যার ঘটনায় প্রধান আসামি আহমেদ বাবুকে (২৯) গ্রেপ্তার করেছে র‍্যাব-১১।

আজ শনিবার (১৯ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে র‍্যাব-১১ এর অপস অফিসার মো. গোলাম মোর্শেদ। গ্রেপ্তারকৃত আসামি আহমেদ বাবু ফতুল্লা থানার কাশিপুর মধ্যপাড়া এলাকার মৃত ফিরোজ আহমেদ মতিনের ছেলে। শুক্রবার সন্ধ্যায় বরিশাল সদর থানাধীন কাশিপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র‍্যাব-১১।

জানা যায়, গত ৩১ মার্চ ভোরে ফতুল্লার পঞ্চবটি-মুক্তারপুর রোডের কাশিপুর এলাকার লায়ন চক্ষু হাসপাতালের পাশে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৩টার দিকে তিনি মারা যান। নিহত পাভেল নারায়ণগঞ্জের ফতুল্লার কাশিপুর মধ্যপাড়ার হাসমত উল্লাহর ছেলে। ৩০ মার্চ সন্ধ্যায় ইফতারের পর চুল কাটানোর জন্য বের হন পাভেল। পরে রাত ১০টার দিকে পাভেলের বড় ভাই রুবেলের মোবাইলে একটি কল আসে। কিন্তু কেউ কথা না বলে কলটি কেটে দেয়। পরদিন ভোর ৬টার দিকে ভিকটিমের খালাতো ভাই মো. রিফাত ফজরের নামাজ পড়ার জন্য মসজিদে যাচ্ছিলেন। এ সময় তিনি ভিকটিমকে গুলিবিদ্ধ অবস্থায় রাস্তায় পড়ে থাকতে দেখেন। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জের ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালের চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।এ ঘটনায় নিহত পাভেলের মা নূরী বেগম (৬৭) বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় একটি মামলা দায়ের করেন।

এদিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে আসামি। এ ঘটনায় এখন পর্যন্ত দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে র‍্যাব-১১।
গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ফতুল্লা থানায় হস্তান্তর করা হয়েছে।
স্বদেশ বিচিত্রা/এআর