১০:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
নিয়াত চৌধুরী, স্টাফ রিপোর্টার:

প্রোব-বাংলাদেশে রিজুভা ওয়েলনেসের ফ্রি মেডিকেল ক্যাম্পিং

  • প্রকাশিত ০২:৫৩:৪৩ অপরাহ্ন, রবিবার, ১৭ নভেম্বর ২০২৪
  • ২০৪ বার দেখা হয়েছে

১৬,১১,২০২৪
নিয়াত চৌধুরী, স্টাফ রিপোর্টার:
আদাবর মোহাম্মদপুরে আজ প্রোব-বাংলাদেশ লিমিটেড বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান করে। এ সময় উপস্থিত ছিলেন মো. সহিদ তালুকদার (প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, উদ্দীপন), ডক্টর বোরহান উদ্দিন (চেয়ারম্যান, প্রোব-বাংলাদেশ), ডক্টর তৌহিদা রহমান ইরিন, বিজয় দাস (ব্যবস্থাপনা পরিচালক), অসীম কুমার ঘোষ (ডিরেক্টর, মার্কেটিং), এবং পার্ক নাক ইং (ডেপুটি ডিরেক্টর, কোরিয়ান স্কিন অ্যান্ড ওরিয়েন্টাল হাসপাতাল)।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি অশোক ধর (সম্পাদক, দৈনিক স্বদেশ বিচিত্রা)।

প্রোব-বাংলাদেশ লিমিটেডের আয়োজনে সাধারণ জনগণের মাঝে মেডিসিন বিশেষজ্ঞ ডা. তানিজিলা শাহীদ এবং অন্যান্য বিশেষজ্ঞ চিকিৎসকরা চর্মরোগ, যৌনরোগ, গাইনী ও অবস, ফিজিওথেরাপি, পুষ্টি, সার্জারি এবং এসথেটিক কনসালটেশন সংক্রান্ত ফ্রি চিকিৎসা প্রদান করেন।

কেক কেটে মেডিকেল ক্যাম্পিংয়ের শুভ সূচনা করা হয়। এছাড়াও প্রোব-বাংলাদেশ লিমিটেড এবং দৈনিক স্বদেশ বিচিত্রা পত্রিকার মাঝে মিডিয়া পার্টনারশিপ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।

Tag :

টঙ্গীতে ভাড়াটিয়ার মাদক কারবার বন্ধের নির্দেশ প্রদান করায় বাড়িওয়ালাকে কুপিয়ে জখম করলো ভাড়াটিয়া

নিয়াত চৌধুরী, স্টাফ রিপোর্টার:

প্রোব-বাংলাদেশে রিজুভা ওয়েলনেসের ফ্রি মেডিকেল ক্যাম্পিং

প্রকাশিত ০২:৫৩:৪৩ অপরাহ্ন, রবিবার, ১৭ নভেম্বর ২০২৪

১৬,১১,২০২৪
নিয়াত চৌধুরী, স্টাফ রিপোর্টার:
আদাবর মোহাম্মদপুরে আজ প্রোব-বাংলাদেশ লিমিটেড বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান করে। এ সময় উপস্থিত ছিলেন মো. সহিদ তালুকদার (প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, উদ্দীপন), ডক্টর বোরহান উদ্দিন (চেয়ারম্যান, প্রোব-বাংলাদেশ), ডক্টর তৌহিদা রহমান ইরিন, বিজয় দাস (ব্যবস্থাপনা পরিচালক), অসীম কুমার ঘোষ (ডিরেক্টর, মার্কেটিং), এবং পার্ক নাক ইং (ডেপুটি ডিরেক্টর, কোরিয়ান স্কিন অ্যান্ড ওরিয়েন্টাল হাসপাতাল)।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি অশোক ধর (সম্পাদক, দৈনিক স্বদেশ বিচিত্রা)।

প্রোব-বাংলাদেশ লিমিটেডের আয়োজনে সাধারণ জনগণের মাঝে মেডিসিন বিশেষজ্ঞ ডা. তানিজিলা শাহীদ এবং অন্যান্য বিশেষজ্ঞ চিকিৎসকরা চর্মরোগ, যৌনরোগ, গাইনী ও অবস, ফিজিওথেরাপি, পুষ্টি, সার্জারি এবং এসথেটিক কনসালটেশন সংক্রান্ত ফ্রি চিকিৎসা প্রদান করেন।

কেক কেটে মেডিকেল ক্যাম্পিংয়ের শুভ সূচনা করা হয়। এছাড়াও প্রোব-বাংলাদেশ লিমিটেড এবং দৈনিক স্বদেশ বিচিত্রা পত্রিকার মাঝে মিডিয়া পার্টনারশিপ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।