আজ ৯ নভেম্বর শনিবার সকাল ১১টায় বাংলাদেশ হকার সংগ্রাম পরিষদের উদ্যোগে হকারদের এক সাধারণ সভা সংগঠনের কেন্দ্রীয় কার্যালয় ১১ বঙ্গবন্ধু এভিনিউ, ঢাকায় অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সংগ্রাম পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল হোসাইন। সভায় বক্তব্য রাখেন সহ-সভাপতি খোকন মজুমদার, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম জুয়েল, সাংগঠনিক সম্পাদক সাইজুদ্দিন মিয়া, প্রচার সম্পাদক এম এ খায়ের, মহিলা বিষয়ক সম্পাদক নাহিদ রহমান পুতুল, সহকারী নারী সম্পাদক বিউটি বেগম, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আব্দুল মান্নান, রফিকুল ইসলাম বাদল, মোঃ সোহেল প্রমুখ।
সভায় গৃহীত এক প্রস্তাবে বলা হয়, বাংলাদেশের হকাররা দীর্ঘদিন ধরে দাবি করে আসছে জাতীয় নীতিমালা ও আইন প্রণয়ন করে রাজস্ব আদায়ের মাধ্যমে হকার পুনর্বাসন করতে হবে। ৫ই আগস্টের পরে রাজনৈতিক পট পরিবর্তনের প্রেক্ষাপটের পরে হকারদের উপর চাঁদাবাজি নতুন মাত্রায় যুক্ত হয়েছে। বিশেষ রাজনৈতিক দলের নাম ভাঙ্গিয়ে একটি চক্র হকারদের কাছ থেকে জোর পূর্বক চাঁদা আদায় করছে।
সম্প্রতি এই চাঁদাবাজ গ্রুপটি শুধু হকারদের উপর থেকে চাঁদা নয়, পথচারীদের কাছ থেকেও সবকিছু প্রতারণার মাধ্যমে হাতিয়ে নিচ্ছে। গতকাল রাতে একটি চাঁদাবাজী চক্র ডিবি পরিচয়ে বঙ্গবন্ধু এভিনিউতে এক পথচারী সাংবাদিককে জোর করে তুলে নিয়ে বাংলাদেশ হকার সংগ্রাম পরিষদের অফিসের সামনে ঐ সাংবাদিকের সবকিছু লুটে নেয়। এই সংবাদটি পুলিশ জানতে পেরে এই চক্রের একজনকে গ্রেফতার করে। আমরা বাংলাদেশ হকার সংগ্রাম পরিষদ এই ঘটনার তীব্র নিন্দা ও এই মহলটিকে নির্মূল করার লক্ষ্যে সুষ্ঠ তদন্তের মাধ্যমে দোষীদের গ্রেফতার ও বিচার দাবি করছি। বাংলাদেশ হকার সংগ্রাম পরিষদ ধ্যার্থহীন কণ্ঠে বলতে চায়, বাংলাদেশ হকার সংগ্রাম পরিষদের কোন নেতা-কর্মী এই ধরণের কর্মকান্ডের সাথে জড়িত নয়, যারাই এই ঘটনার সাথে জড়িত তাদেরকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক বিচার করতে হবে।
বার্তা প্রেরক
আবুল কালাম জুয়েল
যুগ্ম সাধারণ সম্পাদক