০৮:০৪ পূর্বাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫, ১৬ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

প্রতিবন্ধী ব্যক্তিকে তার মায়ের হেবা দেয়া ফ্ল্যাট থেকে উচ্ছেদের অভিযোগ

  • প্রকাশিত ০৪:৩৯:২৪ অপরাহ্ন, রবিবার, ২২ জুন ২০২৫
  • ২২২ বার দেখা হয়েছে

গুলশান প্রতিনিধি : শরীরিকভাবে প্রতিবন্ধী ব্যক্তি জালালুর রশীদ খান অভিযোগ করেছেন যে, তার মায়ের হেবা দলিল অনুযায়ী প্রাপ্ত ফ্ল্যাটটি জোরপূর্বক দখল করে রেখেছে তার সহোদর ভাই এবং একজন বহিরাগত নারী।

+জালালুর রশীদ খান জানান, তার পিতা মৃত হারুন অর রশীদ খান একজন প্রাক্তন বিচারক ছিলেন এবং মাতা মৃত আনজুমান আরা রশিদ জীবিত অবস্থায় গুলশান-১ এর এস.ই(ই)-৩, রোড ১৩৭, ফ্ল্যাট ডি-১/এ নম্বর ফ্ল্যাটটি হেবা দলিলের মাধ্যমে তাকে প্রদান করেন। হেবা দলিলটি যথাযথভাবে রেজিস্ট্রেশন করা ছিল এবং তিনি দীর্ঘদিন সেই ফ্ল্যাটের মালিক হিসেবে স্বীকৃত ছিলেন।

কিন্তু মায়ের মৃত্যুর পর তার সহোদর ভাই হালিমুর রশীদ খান ও বোন সুরাইয়া চৌদুরী । উক্ত ফ্ল্যাটটি জোরপূর্বক দখলে নিয়ে নেন এবং তাকে প্রবেশ করতে বাধা দেন। সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো, বর্তমানে উক্ত ফ্ল্যাটে বসবাস করছেন অদ্রিতা চৌধুরী নামের এক নারী, যিনি নিজেকে প্রখ্যাত শিল্পী তপন চৌধুরীর ভাতিজী এবং বর্তমানে (বিএন,পি)-এর নেতা গেয়াসউদ্দিন মামুন এর দ্বিতীয় স্ত্রী বলে পরিচয় দিয়ে থাকেন। তা ছাড়া তার সাথে অনেক আগেই অদ্রিতা চৌধুরী ছারা ছারি হয়ে গেছে। এ সূত্রে জানা যায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বন্ধু গিয়াসউদ্দিন আল মামুন এর স্ত্রী পরিচয় দিয়ে প্রশাসনের লোকজন কে ভয়ভিতী দেখায়।

জালালুর রশীদ খানের দাবি, তার প্রতিবন্ধকতা এবং একাকীত্বকে পুঁজি করে এ ধরনের অন্যায় দখলের ঘটনা ঘটেছে। তিনি বিষয়টি সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেন, “আমি ন্যায়ের আশায় আছি। হেবা দলিল অনুযায়ী এটি আমার আইনগত অধিকার। আমি চাই, অবিলম্বে অবৈধ দখলকারীদের অপসারণ করে আমাকে আমার ফ্ল্যাটে প্রবেশের সুযোগ দেয়া হোক।”

এ বিষয়ে এখনো কোনো লিখিত মন্তব্য পাওয়া যায়নি অভিযুক্ত পক্ষের কাছ থেকে। তবে স্থানীয় আইনজীবীরা বলছেন, হেবা দলিল বৈধভাবে সম্পাদিত হয়ে থাকলে এটি একটি শক্তিশালী আইনি দলিল এবং দখলের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ সম্ভব।
এখন দেখার বিষয়, কর্তৃপক্ষ কবে নাগাদ এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং যথাযথ আইনি পদক্ষেপ গ্রহণ করে।

Tag :
জনপ্রিয়

সিরাজগঞ্জে বিকাশ প্রতিনিধি নিখোঁজ, মোটরসাইকেল ও হেলমেট উদ্ধার

প্রতিবন্ধী ব্যক্তিকে তার মায়ের হেবা দেয়া ফ্ল্যাট থেকে উচ্ছেদের অভিযোগ

প্রকাশিত ০৪:৩৯:২৪ অপরাহ্ন, রবিবার, ২২ জুন ২০২৫

গুলশান প্রতিনিধি : শরীরিকভাবে প্রতিবন্ধী ব্যক্তি জালালুর রশীদ খান অভিযোগ করেছেন যে, তার মায়ের হেবা দলিল অনুযায়ী প্রাপ্ত ফ্ল্যাটটি জোরপূর্বক দখল করে রেখেছে তার সহোদর ভাই এবং একজন বহিরাগত নারী।

+জালালুর রশীদ খান জানান, তার পিতা মৃত হারুন অর রশীদ খান একজন প্রাক্তন বিচারক ছিলেন এবং মাতা মৃত আনজুমান আরা রশিদ জীবিত অবস্থায় গুলশান-১ এর এস.ই(ই)-৩, রোড ১৩৭, ফ্ল্যাট ডি-১/এ নম্বর ফ্ল্যাটটি হেবা দলিলের মাধ্যমে তাকে প্রদান করেন। হেবা দলিলটি যথাযথভাবে রেজিস্ট্রেশন করা ছিল এবং তিনি দীর্ঘদিন সেই ফ্ল্যাটের মালিক হিসেবে স্বীকৃত ছিলেন।

কিন্তু মায়ের মৃত্যুর পর তার সহোদর ভাই হালিমুর রশীদ খান ও বোন সুরাইয়া চৌদুরী । উক্ত ফ্ল্যাটটি জোরপূর্বক দখলে নিয়ে নেন এবং তাকে প্রবেশ করতে বাধা দেন। সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো, বর্তমানে উক্ত ফ্ল্যাটে বসবাস করছেন অদ্রিতা চৌধুরী নামের এক নারী, যিনি নিজেকে প্রখ্যাত শিল্পী তপন চৌধুরীর ভাতিজী এবং বর্তমানে (বিএন,পি)-এর নেতা গেয়াসউদ্দিন মামুন এর দ্বিতীয় স্ত্রী বলে পরিচয় দিয়ে থাকেন। তা ছাড়া তার সাথে অনেক আগেই অদ্রিতা চৌধুরী ছারা ছারি হয়ে গেছে। এ সূত্রে জানা যায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বন্ধু গিয়াসউদ্দিন আল মামুন এর স্ত্রী পরিচয় দিয়ে প্রশাসনের লোকজন কে ভয়ভিতী দেখায়।

জালালুর রশীদ খানের দাবি, তার প্রতিবন্ধকতা এবং একাকীত্বকে পুঁজি করে এ ধরনের অন্যায় দখলের ঘটনা ঘটেছে। তিনি বিষয়টি সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেন, “আমি ন্যায়ের আশায় আছি। হেবা দলিল অনুযায়ী এটি আমার আইনগত অধিকার। আমি চাই, অবিলম্বে অবৈধ দখলকারীদের অপসারণ করে আমাকে আমার ফ্ল্যাটে প্রবেশের সুযোগ দেয়া হোক।”

এ বিষয়ে এখনো কোনো লিখিত মন্তব্য পাওয়া যায়নি অভিযুক্ত পক্ষের কাছ থেকে। তবে স্থানীয় আইনজীবীরা বলছেন, হেবা দলিল বৈধভাবে সম্পাদিত হয়ে থাকলে এটি একটি শক্তিশালী আইনি দলিল এবং দখলের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ সম্ভব।
এখন দেখার বিষয়, কর্তৃপক্ষ কবে নাগাদ এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং যথাযথ আইনি পদক্ষেপ গ্রহণ করে।