১২:৩৮ অপরাহ্ন, শনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ২২ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

  • প্রকাশিত ০৭:৩৩:২৬ অপরাহ্ন, বুধবার, ২৩ অক্টোবর ২০২৪
  • ১৩৮ বার দেখা হয়েছে

গত ১৫/১০/২০২৪ ইং তারিখে দৈনিক প্রতিদিনের বাংলাদেশ ও গত ২১/১০/২০২৪ ইং তারিখে দৈনিক প্রতিদিনের সংবাদ প্রত্রিকায় কর কর্মকর্তা তোহিদুল ইসলাম কে নিয়ে যে সংবাদ প্রকাশ হয়েছে তাহা আমার দৃষ্টি গোচর হয়েছে। দৈনিক প্রতিদিনের বাংলাদেশ প্রত্রিকার শিরোনামে বলা হয়েছে শুধু সড়ক জমি নয় কবরস্থানও দখল করেছেন তৌহিদুল। এই দুই পত্রিকায় আমাকে নিয়ে যে সংবাদ প্রকাশ করা হয়েছে তাহা সঠিক নয়। আমি কোন সড়ক জমি এবং কোন কবরস্থান দখল করি নি এবং আমার কোন সম্পদের পাহাড় নেই। উক্ত দুই পত্রিকার সাংবাদিক আমাকে কেন্দ্র করে যে সংবাদ প্রকাশ করেছে তা ভিত্তিহীন ও মনগড়া ও উদ্দেশ্য প্রনোদিত। সমাজে আমাকে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে স্থানীয় একটি স্বার্থনেষী মহল সাংবাদিকদের মিথ্যা তথ্য দিয়ে উক্ত সংবাদ পরিবেশন করেছে। আমার বৈধভাবে উপার্জন করা সম্পত্তি ছাড়া আমার কোন সম্পদ নেই। প্রকাশিত সংবাদে বলা হয়েছে , রাজনৈতিক প্রভাব কাজে লাগিয়ে বগুড়ার শাজাহানপুর উপজেলার পলিপলাশ গ্রামে নিজের এবং ভাইয়ের নামে শতাধিক বিঘা জমি কিনেছেন। আসলে আমি কোন রাজনৈতিক কোন সংগঠনের সাথে অতীতেও ছিলাম না এখনো কোন রাজনৈতিক দলের সাথে জড়িত নয়, আগামীতেও কোন রাজনৈতিক দলের সাথে জড়িত হওয়ার সম্ভবনা নেই। এখানে যে সংবাদ প্রকাশ করা হয়েছে তাহা সঠিক নয়। পলিপলাশ গ্রামের যে খামার ও জমির কথা সংবাদে বলা হয়েছে সেই জমির মালিক আমার ছোট ভাই আমিনুর রহমানের। সে দীর্ঘদিন ধরে কঠোর পরিশ্রম করে শাকসবজিসহ হরেক রকমের ফলের চাষসহ বিভিন্ন পশুপাখির খামার করে তীলে তীলে কিছু জমি ক্রয় করে কৃষি কাজ করে আসছে। তার খামারে স্থানীয় অনেক বেকার যুবক কাজ করে জীবিকা নির্বাহ করে আসছে। সংবাদে উল্লেখ করা হয়েছে ২০ টি কবরন্থান উচ্ছেদ ও জমি কিনতে কর ফাকি এ বিষয়ে বলতে চাই যেখানে আমার জমি ক্রয় করা নেই সেখানে আমার কর ফাকি দেয়ার কোন প্রশ্নই আসে না। আর ২০টি কবরস্থান উচ্ছেদ করার কথা বলা হয়েছে সেখানে তো আসলে কোন কবরস্থান নেই। একটি কূচক্রী মহল আমাকে সমাজের কাছে হেয় করার জন্য সাংবাদিকদের ভুল তথ্য দিয়ে সংবাদ পরিবেশন করিয়েছে। সংবাদে স্থানীয় শফিকুল ইসলাম নামের যে ব্যক্তির বক্তব্য দেয়া হয়েছে তার কোন ভিত্তি নেই। সংবাদে রিসোর্ড বানানোর বিয়য়ে যে তথ্য দেওয়া হয়েছে তাহার কোন সঠিকতা নেই। আমার কর্মস্থল নিয়ে যে তথ্য প্রকাশ করা হয়েছে সে তথ্যের মধ্যেও কোন সঠিকতা নেই। প্রকাশিত সংবাদে বলা হরেছে শেরপুরের ঘোরদৌর মৌজায় জমি ক্রয় এবং দেশর বিভিন্ন জায়গায় জমি ফ্লাট এবং ভাইদের নামে শতাধীক বিঘা জমি ক্রয় বিষয়ে যে তথ্য সংবাদে প্রকাশ করা হয়েছে তাহা সঠিক নয়। আমার কোথাও কোন জমি নেই এবং ভাইদের নামে আমি কোন জমি ক্রয় করে দেই নাই। স্থানীয় কিছু স্বার্থবাদী লোক সাংবাদিকদের ভুল তথ্য উপস্থাপন করেছে। এদিকে আমার বিনা অনুমতিতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক থেকে আমার ছবি নিয়ে সংবাদপত্রে এসমস্ত ভুল তথ্য দিয়ে অসত্য সংবাদ প্রকাশ করায় আমার মান ও সম্মান হানী হয়েছে। আমি উক্ত প্রকাশিত সংবাদে সকলকে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ করছি। পাশাপশি ভুল তথ্য দিয়ে অসত্য সংবাদ প্রকাশ করায় আমি প্রকাশিত সংবাদগুলোর তীব্র প্রতিবাদ জানাচ্ছি।
প্রতিবাদকারী
মোঃ তোহিদুল ইসলাম
পলিপলাশ
শাজাহানপুর
বগুড়া।

Tag :

সংবাদ প্রকাশের জের ধরে তারাগঞ্জে সাংবাদিকে হুমকি দিলেন আবু সাঈদ হত্যামামলার আসামী সাবেক উপজেলা চেয়ারম্যান

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

প্রকাশিত ০৭:৩৩:২৬ অপরাহ্ন, বুধবার, ২৩ অক্টোবর ২০২৪

গত ১৫/১০/২০২৪ ইং তারিখে দৈনিক প্রতিদিনের বাংলাদেশ ও গত ২১/১০/২০২৪ ইং তারিখে দৈনিক প্রতিদিনের সংবাদ প্রত্রিকায় কর কর্মকর্তা তোহিদুল ইসলাম কে নিয়ে যে সংবাদ প্রকাশ হয়েছে তাহা আমার দৃষ্টি গোচর হয়েছে। দৈনিক প্রতিদিনের বাংলাদেশ প্রত্রিকার শিরোনামে বলা হয়েছে শুধু সড়ক জমি নয় কবরস্থানও দখল করেছেন তৌহিদুল। এই দুই পত্রিকায় আমাকে নিয়ে যে সংবাদ প্রকাশ করা হয়েছে তাহা সঠিক নয়। আমি কোন সড়ক জমি এবং কোন কবরস্থান দখল করি নি এবং আমার কোন সম্পদের পাহাড় নেই। উক্ত দুই পত্রিকার সাংবাদিক আমাকে কেন্দ্র করে যে সংবাদ প্রকাশ করেছে তা ভিত্তিহীন ও মনগড়া ও উদ্দেশ্য প্রনোদিত। সমাজে আমাকে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে স্থানীয় একটি স্বার্থনেষী মহল সাংবাদিকদের মিথ্যা তথ্য দিয়ে উক্ত সংবাদ পরিবেশন করেছে। আমার বৈধভাবে উপার্জন করা সম্পত্তি ছাড়া আমার কোন সম্পদ নেই। প্রকাশিত সংবাদে বলা হয়েছে , রাজনৈতিক প্রভাব কাজে লাগিয়ে বগুড়ার শাজাহানপুর উপজেলার পলিপলাশ গ্রামে নিজের এবং ভাইয়ের নামে শতাধিক বিঘা জমি কিনেছেন। আসলে আমি কোন রাজনৈতিক কোন সংগঠনের সাথে অতীতেও ছিলাম না এখনো কোন রাজনৈতিক দলের সাথে জড়িত নয়, আগামীতেও কোন রাজনৈতিক দলের সাথে জড়িত হওয়ার সম্ভবনা নেই। এখানে যে সংবাদ প্রকাশ করা হয়েছে তাহা সঠিক নয়। পলিপলাশ গ্রামের যে খামার ও জমির কথা সংবাদে বলা হয়েছে সেই জমির মালিক আমার ছোট ভাই আমিনুর রহমানের। সে দীর্ঘদিন ধরে কঠোর পরিশ্রম করে শাকসবজিসহ হরেক রকমের ফলের চাষসহ বিভিন্ন পশুপাখির খামার করে তীলে তীলে কিছু জমি ক্রয় করে কৃষি কাজ করে আসছে। তার খামারে স্থানীয় অনেক বেকার যুবক কাজ করে জীবিকা নির্বাহ করে আসছে। সংবাদে উল্লেখ করা হয়েছে ২০ টি কবরন্থান উচ্ছেদ ও জমি কিনতে কর ফাকি এ বিষয়ে বলতে চাই যেখানে আমার জমি ক্রয় করা নেই সেখানে আমার কর ফাকি দেয়ার কোন প্রশ্নই আসে না। আর ২০টি কবরস্থান উচ্ছেদ করার কথা বলা হয়েছে সেখানে তো আসলে কোন কবরস্থান নেই। একটি কূচক্রী মহল আমাকে সমাজের কাছে হেয় করার জন্য সাংবাদিকদের ভুল তথ্য দিয়ে সংবাদ পরিবেশন করিয়েছে। সংবাদে স্থানীয় শফিকুল ইসলাম নামের যে ব্যক্তির বক্তব্য দেয়া হয়েছে তার কোন ভিত্তি নেই। সংবাদে রিসোর্ড বানানোর বিয়য়ে যে তথ্য দেওয়া হয়েছে তাহার কোন সঠিকতা নেই। আমার কর্মস্থল নিয়ে যে তথ্য প্রকাশ করা হয়েছে সে তথ্যের মধ্যেও কোন সঠিকতা নেই। প্রকাশিত সংবাদে বলা হরেছে শেরপুরের ঘোরদৌর মৌজায় জমি ক্রয় এবং দেশর বিভিন্ন জায়গায় জমি ফ্লাট এবং ভাইদের নামে শতাধীক বিঘা জমি ক্রয় বিষয়ে যে তথ্য সংবাদে প্রকাশ করা হয়েছে তাহা সঠিক নয়। আমার কোথাও কোন জমি নেই এবং ভাইদের নামে আমি কোন জমি ক্রয় করে দেই নাই। স্থানীয় কিছু স্বার্থবাদী লোক সাংবাদিকদের ভুল তথ্য উপস্থাপন করেছে। এদিকে আমার বিনা অনুমতিতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক থেকে আমার ছবি নিয়ে সংবাদপত্রে এসমস্ত ভুল তথ্য দিয়ে অসত্য সংবাদ প্রকাশ করায় আমার মান ও সম্মান হানী হয়েছে। আমি উক্ত প্রকাশিত সংবাদে সকলকে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ করছি। পাশাপশি ভুল তথ্য দিয়ে অসত্য সংবাদ প্রকাশ করায় আমি প্রকাশিত সংবাদগুলোর তীব্র প্রতিবাদ জানাচ্ছি।
প্রতিবাদকারী
মোঃ তোহিদুল ইসলাম
পলিপলাশ
শাজাহানপুর
বগুড়া।