ঢাকার সাভারে কাজের সন্ধানে বেরিয়ে পুলিশের গুলিতে আহত কালকিনির হাসিবুল ইসলাম চিকিৎসাধীন অবস্থায় বুধবার মারা গেছেন। তিনি উপজেলার আলীনগর এলাকার উত্তর কানাইপুর গ্রামের (দাশের ব্রিজের) দেলোয়ার ঢালীর ছেলে।
নিহতের পরিবার ও এলাকা সূত্রে জানা গেছে, শ্রমিক হাসিবুল পরিবারের হাল ধরতে ৪ আগস্ট ঢাকার সাভারে আসেন। ৫ আগস্ট সকালে হাসিবুল কাজ ফেলে রেখে কোটা আন্দোলনকারীদের সঙ্গে মিছিলে অংশ নেড়য়। এ সময় পেছন থেকে পুলিশের ছোড়া গুলি তার মাথায় লাগে। এতে তার মাথার কিছু অংশ ক্ষতবিক্ষত হয়। মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে আইসিইউতে রাখা হয়। বুধবার রাতে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।