দিলীপ দাস । গত ২৬ শে জানুয়ারি /২৫ বাংলাদেশ জুট মিল অ্যাসোসিয়েশন ও বিজনেস প্রমোশন কাউন্সিলের যৌথ উদ্যোগে বহুমুখী পাট জাত পণ্য তৈরী বিষক প্রশিক্ষণ ও কর্মশালার আয়োজন করা হয়। আইয়ান জুটমিল কনফারেন্স হল, বেজারডাঙ্গা,ফুলতলা, খুলনা। সভায় সভাপতিত্ব করেন মোহাম্মদ ফেরদৌস ভূঁইয়া, ব্যবস্থাপনা পরিচালক আইয়ান জুট মিলস লিমিটেড।
প্রধান অতিথি মোঃ আবুল হোসেন, চেয়ারম্যান, বিজিএমইএ, তার বক্তব্যে বলেন, বহুমুখী পাট জাত পণ্য তৈরিতে ব্যবহৃত কাঁচামালের ধরন, ডিজাইন , সেলাই, রং করা ,দক্ষ শ্রমিকের সরবরাহ, পাট জাত পন্যের বিপণন ও বাজারে বিস্তৃতিকরণের উপর গুরুত্ব দেওয়া হয়। আমাদের দেশের পাট পুণ্য অন্য দ্বারা চলে যাচ্ছে। মেয়েরা জুট পণ্য হ্যান্ডিক্যাপ্টের মাধ্যমে বিভিন্ন প্রকার পণ্য তৈরি করে থাকে,যাহা বিদেশে রপ্তানি করে দেশকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধশালী করছে। ফরিদপুর জেলা ৩৪টি জুট মিল আছে। দেশের প্রায় সিংহভাগ জুটমেইল পদ্মার এপারে অবস্থিত। জুট হল পরিবেশ বান্ধব প্রকল্প।
বিশেষ অতিথি মোঃ জহির উদ্দিন রাজিব পরিচালক বিজিএমই, এবং ব্যবস্থাপনা পরিচালক আইএন জুট মিল, তার বক্তব্যে বলেন, বিশ্বের পাট উৎপাদনে প্রায় ৮৭% বাংলাদেশ উৎপাদিত হয় ।আইয়ান জুট মিল ১০০০ হাজারের উপরে পাট পণ্য মেয়েরা হ্যান্ডিক্রাফট এর মাধ্যমে উৎপাদন করে এবং বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করেন।
আরো বক্তব্য রাখেন, মোরশেদ আহমেদ জিএম, আইয়ান জুট মিল লিমিটেড , অনুপম মিত্র, এজিএম।অনুষ্ঠান পরিচালনা করেন বিশেষ অতিথি বাবুল চন্দ্র রায় সেক্রেটারি বিজিএম প্রমুখ।
১০:২৩ পূর্বাহ্ন, শনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ২২ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম
পাট জাত পন্য তৈরি বিষয়ক প্রশিক্ষণ ও কর্মশালা
Tag :
জনপ্রিয়