০২:১৩ অপরাহ্ন, শনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ২২ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

পাকিস্তানের ২ নাগরিককে হত্যার অভিযোগ উড়িয়ে দিল ভারত

  • প্রকাশিত ১০:৪৪:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জানুয়ারী ২০২৪
  • ৩১৫ বার দেখা হয়েছে

পাকিস্তানের মাটিতে ২০২৩ সালে দুই নাগরিককে ভারতীয় এজেন্টরা হত্যা করেছিল- ইসলামাবাদের এমন অভিযোগকে মিথ্যা বলে উড়িয়ে দিয়েছে নয়াদিল্লি।  

কানাডায় শিখ বিচ্ছিন্নতাবাদী হত্যাকাণ্ডে ভারতের জড়িত থাকার অভিযোগ ওঠার কয়েক মাস পর পাকিস্তানের এ অভিযোগটি সামনে আসে। তবে অটোয়ার অভিযোগ অস্বীকার করে ভারত।   

বৃহস্পতিবার ইসলামাবাদ বলেছে, দুটি হত্যাকাণ্ড এবং ভারতীয় এজেন্টদের মধ্যে সংযোগের বিশ্বাসযোগ্য প্রমাণ রয়েছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এ দাবিকে বিদ্বেষপূর্ণ ভারত বিরোধী প্রচারণা- বলে আখ্যা দিয়েছে।

বৃহস্পতিবার পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে বলা হয়, গেল বছরের সেপ্টেম্বরে রাওয়ালকোট শহরে মোহাম্মদ রিয়াজ নামে এক ব্যক্তি নিহত হন, আর অক্টোবরে শিয়ালকোট শহরে শহীদ লতিফ নিহত হন। তাদের একজন মসজিদে নামাজরত অবস্থায় এবং আরেকজন বাইরে গুলিবিদ্ধ হয়ে মারা যান।  

পররাষ্ট্র সচিব মুহাম্মদ সাইরাস কাজি এসব হত্যাকাণ্ডকে অগ্রহণযোগ্য এবং সার্বভৌমত্বের লঙ্ঘন বলে আখ্যা দেন। তিনি বলেন, আমাদের কাছে প্রমাণ আছে। অর্থনৈতিক ও ফরেনসিক প্রমাণ আছে যে, ওই দুই হত্যাকাণ্ডে দুই ভারতীয় এজেন্টের সম্পৃক্ততা রয়েছে।  

Tag :

সংবাদ প্রকাশের জের ধরে তারাগঞ্জে সাংবাদিকে হুমকি দিলেন আবু সাঈদ হত্যামামলার আসামী সাবেক উপজেলা চেয়ারম্যান

পাকিস্তানের ২ নাগরিককে হত্যার অভিযোগ উড়িয়ে দিল ভারত

প্রকাশিত ১০:৪৪:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জানুয়ারী ২০২৪

পাকিস্তানের মাটিতে ২০২৩ সালে দুই নাগরিককে ভারতীয় এজেন্টরা হত্যা করেছিল- ইসলামাবাদের এমন অভিযোগকে মিথ্যা বলে উড়িয়ে দিয়েছে নয়াদিল্লি।  

কানাডায় শিখ বিচ্ছিন্নতাবাদী হত্যাকাণ্ডে ভারতের জড়িত থাকার অভিযোগ ওঠার কয়েক মাস পর পাকিস্তানের এ অভিযোগটি সামনে আসে। তবে অটোয়ার অভিযোগ অস্বীকার করে ভারত।   

বৃহস্পতিবার ইসলামাবাদ বলেছে, দুটি হত্যাকাণ্ড এবং ভারতীয় এজেন্টদের মধ্যে সংযোগের বিশ্বাসযোগ্য প্রমাণ রয়েছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এ দাবিকে বিদ্বেষপূর্ণ ভারত বিরোধী প্রচারণা- বলে আখ্যা দিয়েছে।

বৃহস্পতিবার পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে বলা হয়, গেল বছরের সেপ্টেম্বরে রাওয়ালকোট শহরে মোহাম্মদ রিয়াজ নামে এক ব্যক্তি নিহত হন, আর অক্টোবরে শিয়ালকোট শহরে শহীদ লতিফ নিহত হন। তাদের একজন মসজিদে নামাজরত অবস্থায় এবং আরেকজন বাইরে গুলিবিদ্ধ হয়ে মারা যান।  

পররাষ্ট্র সচিব মুহাম্মদ সাইরাস কাজি এসব হত্যাকাণ্ডকে অগ্রহণযোগ্য এবং সার্বভৌমত্বের লঙ্ঘন বলে আখ্যা দেন। তিনি বলেন, আমাদের কাছে প্রমাণ আছে। অর্থনৈতিক ও ফরেনসিক প্রমাণ আছে যে, ওই দুই হত্যাকাণ্ডে দুই ভারতীয় এজেন্টের সম্পৃক্ততা রয়েছে।