চট্টগ্রামের বাঁশখালী উপজেলার ৪ নম্বর বাহারছড়া ইউনিয়নের অন্তর্গত ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান পশ্চিম বাঁশখালী উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন বিশিষ্ট্য ব্যাংকার ও সমাজসেবক মোহাম্মদ মোরশেদুল আলম।
আজ (২১) আগস্ট বেলা ১২ টায় পশ্চিম বাঁশখালী উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ’র হলরুমে নব নির্বাচিত সভাপতির সাথে সৌজন্যে স্বাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন পরিচালনা পরিষদের অপরাপর সদস্য ও শিক্ষক শিক্ষিকা মন্ডলীগন।
নব নির্বাচিত সভাপতির প্রথম দিন স্কুলে আগমন উপলক্ষ্যে ছাত্র-ছাত্রীরা রাস্তার দুই পাশে দাড়িয়ে মোরশেদুল আলমকে ফুলেল শুভেচ্ছা জানান ও বিভিন্ন স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে উঠে স্কুল প্রাঙ্গণ। সভাপতির আগমন শুভেচ্ছার স্বাগতম। ছাত্র-ছাত্রীদের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা।
মোরশেদুল আলম বলেন- একটি ভালোমানের শিক্ষা প্রতিষ্ঠানের বৈশিষ্ট্য হলো শিক্ষার্থীদের সঠিক পথে পরিচালনা করে শেখার আগ্রহ সৃষ্টি করা, এটি সমাজের গুরুত্বপূর্ণ অংশ যা ভবিষ্যৎ প্রজন্মকে সুশিক্ষিত ও সঠিক পথে চালিত করে।
এসময় উপস্থিত ছিলেন,এডহক কমিটির সদস্য সচিব পশ্চিম বাঁশখালী উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ তৌহিদুর রহমান, স্কুলের প্রতিষ্ঠতা সভাপতি মরহুম মাস্টার ফয়েজ আহমদ চৌধুরীর সুযোগ্য সন্তান আবু হেনা চৌধুরী।
শিক্ষক প্রতিনিধি মুহাম্মদ মাশুক ইলাহী, অভিভাবক সদস্য মোহাম্মদ সালাহ উদ্দিন কাদের চৌধুরীসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সুশীল সমাজের নেতৃবৃন্দ সহ সকল ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, এডহক কমিটি অনুমোদন সংক্রান্ত এক বিজ্ঞপ্তি ১৮ আগস্ট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চট্টগ্রামের চেয়ারম্যানের নির্দেশে কলেজ পরিদর্শক প্রফেসর ড. মোহাম্মদ ছরওয়ার আলম কর্তৃক স্বাক্ষরিত হয়। এতে পদাধিকার বলে প্রতিষ্ঠান প্রধানকে এডহক কমিটির সদস্য সচিব, মুহাম্মদ মাশুক ইলাহীকে শিক্ষক প্রতিনিধি ও মোহাম্মদ সালাহ উদ্দিন কাদের চৌধুরীকে অভিভাবক প্রতিনিধি মনোনীত করা হয়।
এডহক কমিটির নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ মোরশেদুল আলম বাঁশখালীর চাপাছড়ি গ্রামের বিশিষ্ট্য সমাজসেবক ও রাজনীতিবিদ মরহুম আবুল ইছহাক চৌধুরীর সুযোগ্য সন্তান। তিনি একটি বেসরকারি ব্যাংকে কর্মরতের পাশাপাশি বিভিন্ন সামাজিক কাজের সাথে যুক্ত থেকে সমাজ উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। উল্লেখ্য তাঁর পিতা মরহুম আবুল ইছহাক চৌধুরী পশ্চিম বাঁশখালী উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ, পশ্চিম বাঁশখালী দারুল ইসলাহ দাখিল মাদ্রাসা ও কামাল উদ্দীন বালিকা উচ্চ বিদ্যালয় সহ বাঁশখালীর বহু শিক্ষা প্রতিষ্ঠানের সাথে জড়িত থেকে পশ্চিম বাঁশখালীর শিক্ষার্থীদের মাঝে শিক্ষা প্রসারে গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন।
০৭:১৯ পূর্বাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫, ১৫ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
মোহাম্মদ আমিনুল ইসলাম,বাঁশখালী প্রতিনিধি, চট্টগ্রাম।
পশ্চিম বাঁশখালী উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের এডহক কমিটির সভাপতি বিশিষ্ট্য ব্যাংকার সমাজ সেবক মোহাম্মদ মোরশেদুল আলম সাহেব সংবর্ধিত।
Tag :
জনপ্রিয়