০৫:০৭ অপরাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫, ১৫ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
আব্দুল্লাহ আল মামুন, বৃহত্তর নোয়াখালী

নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু

  • প্রকাশিত ০২:২৩:০২ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুলাই ২০২৪
  • ২৯২ বার দেখা হয়েছে

নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে আবু নাছের সোহাগ (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি রক্তদান সংগঠন ‘জীবন আলোর’ উপজেলা সভাপতি।

বৃহস্পতিবার রাত ১১টায় মুছাপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের চৌধুরী বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

মুছাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আইয়ুব আলী বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, সোহাগ পেশায় একজন ইলেক্ট্রিশিয়ান ছিলেন। রাতে ইমরান নামে একজনের বাড়িতে আইপিএস মেরামতের সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্টে আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

‘জীবন আলো’র কেন্দ্রীয় সাবেক সভাপতি শওকত আজীম জাবেদ বলেন, অসহায় রোগীদের পাশে রক্ত নিয়ে ছুটে যাওয়া একজন মানবিক সংগঠককে হারালাম। এ শোক কোনোভাবেই সইবার নয়। আমি তার আত্মার মাগফিরাত কামনা করছি।

কোম্পানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. আব্দুস সুলতান বলেন, খবর পেয়ে সোহাগের বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tag :
জনপ্রিয়

ভোলার দৌলতখানে ভবানীপুর ইউনিয়নে সরকার কর্তৃক গরীব অসহায়দের মাঝে রেশন কার্ডের চাল বিতরন

আব্দুল্লাহ আল মামুন, বৃহত্তর নোয়াখালী

নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু

প্রকাশিত ০২:২৩:০২ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুলাই ২০২৪

নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে আবু নাছের সোহাগ (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি রক্তদান সংগঠন ‘জীবন আলোর’ উপজেলা সভাপতি।

বৃহস্পতিবার রাত ১১টায় মুছাপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের চৌধুরী বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

মুছাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আইয়ুব আলী বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, সোহাগ পেশায় একজন ইলেক্ট্রিশিয়ান ছিলেন। রাতে ইমরান নামে একজনের বাড়িতে আইপিএস মেরামতের সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্টে আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

‘জীবন আলো’র কেন্দ্রীয় সাবেক সভাপতি শওকত আজীম জাবেদ বলেন, অসহায় রোগীদের পাশে রক্ত নিয়ে ছুটে যাওয়া একজন মানবিক সংগঠককে হারালাম। এ শোক কোনোভাবেই সইবার নয়। আমি তার আত্মার মাগফিরাত কামনা করছি।

কোম্পানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. আব্দুস সুলতান বলেন, খবর পেয়ে সোহাগের বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।