০৮:০৫ অপরাহ্ন, শুক্রবার, ০৪ জুলাই ২০২৫, ২০ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
আব্দুল্লাহ আল মামুন, বৃহত্তর নোয়াখালী।।

নোয়াখালীর বিলে মিললো যুবকের মরদেহ

  • প্রকাশিত ১২:৫৮:২৮ অপরাহ্ন, রবিবার, ৮ সেপ্টেম্বর ২০২৪
  • ১৯০ বার দেখা হয়েছে

নোয়াখালীর সোনাইমুড়ী থেকে আবুল বাশার (২৮) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সঙ্গে থাকা মোবাইলের সূত্রে তার বাড়ি ময়মনসিংহ নিশ্চিত হলেও মৃত্যুর কারণ কারো জানা নাই। শনিবার অপমৃত্যু মামলা রুজু করে ময়নাতদন্তের জন্য মরদেহ নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
এর আগে শুক্রবার বিকেলে অজ্ঞাত হিসেবে সোনাইমুড়ী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বরলা গ্রামের নির্জন বিল থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
আবুল বাশার ময়মনসিংহ জেলার ধোবাউড়া থানার দুধনই গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে। তিনি দীর্ঘদিন নোয়াখালীতে বিভিন্ন কাজ করে জীবিকা নির্বাহ করতেন।
সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বখতিয়ার উদ্দিন চৌধুরী গণমাধ্যমকে বলেন, খবর পেয়ে বিলের পানি থেকে অজ্ঞাত একটি মরদেহ উদ্ধার করা হয়। পরে তার পরনের লুঙ্গিতে পেঁচানো মোবাইল ফোনের সূত্রে পরিচয় নিশ্চিত হওয়া গেছে।
ওসি আরও বলেন, প্রাথমিকভাবে অপমৃত্যু মামলা রুজু করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রতিবেদনের ওপর ভিত্তি করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tag :
জনপ্রিয়

তেজগাঁও ২৬ নাম্বার ওয়ার্ডের কমিশনার পদপ্রার্থী ল্যাব এইডে দেখতে যান মোঃ বেলায়েত হোসেন কে

আব্দুল্লাহ আল মামুন, বৃহত্তর নোয়াখালী।।

নোয়াখালীর বিলে মিললো যুবকের মরদেহ

প্রকাশিত ১২:৫৮:২৮ অপরাহ্ন, রবিবার, ৮ সেপ্টেম্বর ২০২৪

নোয়াখালীর সোনাইমুড়ী থেকে আবুল বাশার (২৮) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সঙ্গে থাকা মোবাইলের সূত্রে তার বাড়ি ময়মনসিংহ নিশ্চিত হলেও মৃত্যুর কারণ কারো জানা নাই। শনিবার অপমৃত্যু মামলা রুজু করে ময়নাতদন্তের জন্য মরদেহ নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
এর আগে শুক্রবার বিকেলে অজ্ঞাত হিসেবে সোনাইমুড়ী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বরলা গ্রামের নির্জন বিল থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
আবুল বাশার ময়মনসিংহ জেলার ধোবাউড়া থানার দুধনই গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে। তিনি দীর্ঘদিন নোয়াখালীতে বিভিন্ন কাজ করে জীবিকা নির্বাহ করতেন।
সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বখতিয়ার উদ্দিন চৌধুরী গণমাধ্যমকে বলেন, খবর পেয়ে বিলের পানি থেকে অজ্ঞাত একটি মরদেহ উদ্ধার করা হয়। পরে তার পরনের লুঙ্গিতে পেঁচানো মোবাইল ফোনের সূত্রে পরিচয় নিশ্চিত হওয়া গেছে।
ওসি আরও বলেন, প্রাথমিকভাবে অপমৃত্যু মামলা রুজু করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রতিবেদনের ওপর ভিত্তি করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।